Advertisment

মঙ্গল-বুধেই হাসপাতাল থেকে ছুটি বুদ্ধবাবুর? কী জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ?

শরীরিক অবস্থার উন্নতি হয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের।

author-image
IE Bangla Web Desk
New Update
hospital authority will discuss regarding buddhadeb bhttacharjees discharge on monday , মঙ্গল-বুধেই হাসপাতাল থেকে ছুটি বুদ্ধবাবুর? কী জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ?

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

আপাতত বিপদ কেটে গিয়েছে, শরীরিক অবস্থার উন্নতি হয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। শনিবার বিকালে উডল্যান্ডস হাসপাতালের তরফে প্রাক্তন মুখ্যমন্ত্রী স্বাস্থ্যের বিষয়ে যে মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হয়েছে তা স্বস্তিজনক। হাসপাতাল সিইও রূপালি বসু সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, বুদ্ধদেববাবুর স্বাস্থ্যের অবস্থা এখন যেমন রয়েছে, তা আরও ৪৮ ঘণ্টা থাকলে তাঁর ছুটির বিষয়ে আলোচনা করবে মেডিক্যাল বোর্ড। সব কিছু প্রত্যাশা মতো চললে সোমবারই প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছুটির ব্যাপারে আলোচনা হতে পারে।

Advertisment

বর্তমানে ববুদ্ধবাবুকে নন ইনভেসিভ ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। শনিবার বুদ্ধদেবের সঙ্গে দেখা করতে এসেছিলেন তাঁর দীর্ঘদিনের সহযোদ্ধা সূর্যকান্ত মিশ্র। তিনি বলেন, 'হাসপাতালে কোনও অসুবিধা হচ্ছে না কি তা বুদ্ধবাবুর কাছে জানতে চেয়েছিলাম। কোনও অসুবিধা হচ্ছে না বলে জানিয়েছেন তিনি। বিভিন্ন ওষুধ চলার জন্য মুখে স্বাদ পাচ্ছেন না তিনি।'

উডল্যান্ডস হাসপাতালের তরফে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে যে, বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন। তবে খিদে ভাব কম রয়েছে। তিনি নিজের মুখে খেতে চাইছেন না।

বুদ্ধবাবুকে অ্যান্টিবায়োটিক দেওয়া বন্ধ হয়েছে। হাসপাতালে দীর্ঘদিন থাকার দরুণ নতুন করে সংক্রমিত হ‌ওয়ার সম্ভাবনার বিষয়টি নজরদারিতে রেখেছেন চিকিৎসকেরা। তাঁর কাছে সাক্ষাৎপ্রার্থীদের আসার বিষয়ে বিধিনিষেধ জারি করা হয়েছে। সাক্ষাৎপ্রার্থীরা কাচের একটি ঘর থেকেই দেখছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।

CPIM Buddhadeb Bhattacharya
Advertisment