মেদিনীপুরে অবাক কাণ্ড, ভূমিকম্প ছাড়াই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিন তলা পাকা বাড়ি

সকালে আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে পরিবারের সদস্যরা প্রাণে রক্ষা পেয়েছেন। কিন্তু কোনও জিনিসই বের করতে পারেননি।

সকালে আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে পরিবারের সদস্যরা প্রাণে রক্ষা পেয়েছেন। কিন্তু কোনও জিনিসই বের করতে পারেননি।

author-image
IE Bangla Web Desk
New Update
daspur house

মাটির ওপরে পড়ে রয়েছে আস্ত বাড়িটি।

এ যেন বিনা মেঘে বজ্রপাত। ভূ-কম্পন ছাড়াই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাকা তিন তলা বাড়ি! তাও বেশি দূরে নয়, খোদ এই বাংলাতেই এমন তাজ্জব কাণ্ড।

Advertisment

daspur house collapsed তখন সবে একটু হেলেছে বাড়িটি।

শনিবার সাতসকালে সকলের চোখের সামনে বাড়িটি যেন পরিণত হল খেলনায়। তবে বাড়ির সদস্যরা কোনওরকমে বাইরে বেরিয়ে এসে প্রাণে বেঁচেছেন। এদিকে, ঘরের জিনিসপত্র সহ পাশের খালে পড়ে রইল আস্ত একটা বাড়ি। এই ঘটনায় প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি।

Advertisment

daspur house collapsed inline 2 বাড়িটি ৪৫ ডিগ্রি এঙ্গেলে রয়েছে।

এর আগে প্রবল বর্ষণের সময় বাঁকুড়ায় এমন পাকা বাড়ি ভেঙে পড়েছিল। এবার ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরের দাসপুর। দাসপুর ২ নম্বর ব্লকের নিশ্চিন্তপুরে ব্যবসায়ী নিমাই প্রামানিক সহ পরিবারের সদস্যরা কয়েকদিন ধরেই অনুভব করছিলেন বাড়ির ভিত ধীরে ধীরে বসে যাচ্ছে। তবে ভাবেননি আস্ত বাড়িটাই ধসে যাবে। শনিবার সকালে তাঁদের মনে হয় ভিত আরও আলগা হয়ে যাচ্ছে। যখন তখন বাড়ি ধসে যেতে পারে। তাঁরা সকলে বাড়ির বাইরে বেরিয়ে এসে দূরে দাঁড়িয়ে ঘরের দিকে তাকিয়ে থাকেন। এরপর চোখের সামনে কয়েক সেকেন্ডের মধ্যে মাটিতে পড়ে যায় পুরো বাড়িটি।

daspur house collapsed পুরো বাড়িটি মাটি ছুঁয়ে ফেলল।

জানা যাচ্ছে, এদিন সকালে আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে পরিবারের সদস্যরা প্রাণে রক্ষা পেয়েছেন। কিন্তু কোনও জিনিসই বের করতে পারেননি। একদা পুরানো খালের পাড়ে এই বাড়িটি তৈরি করেছিলেন নিমাই প্রামানিক। মনে করা হচ্ছে, টানা বর্ষণের ফলে মাটি আলগা হয়ে গিয়েছে। তারওপর পাশেই খাল থাকায় টাল সামলাতে পারেনি বিশালাকার ওই বাড়িটি।

West Bengal