বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি হাউজ স্টাফ ছাত্রের রহস্যমৃত্যু। ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যুর তত্ত্বে বিশ্বাস নেই পরিবারের৷ ওই তরুণকে পরিকল্পনা করে খুন করা হয়েছে বলে দাবি পরিবারের৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ হাসপাতালে সহপাঠীদের সঙ্গে কথা বলছে পুলিশ৷ হাসপাতাল কর্তৃপক্ষেরও বয়ান নেওয়া হচ্ছে৷ তরুণের আকস্মিক এই পরিণতিতে শোকে ভেঙে পড়েছে গোটা পরিবার৷
বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের হাউজস্টাফ ছাত্র শেখ মোবারক হোসেন৷ বর্ধনামের নাদনঘাটের বাসিন্দা মোবারকের আগামী কয়েকদিনের মধ্যেই হাউজস্টাফ হিসেবে জয়েন করার কথা ছিল৷ মৃতের বাবা শেখ হাফিজুল ইসলাম জানিয়েছেন, তাঁদের ছেলে অত্যন্ত সংকটজনক বলে বাড়িতে খবর দেওয়া হয়৷ পরে হাসপাতালে এসে ছেলেকে মৃত অবস্থায় দেখতে পান তাঁরা৷ তিনতলার ছাদ থেকে পড়ে গিয়ে তরুণের মৃত্যুর কথা বলা হলেও তাতে বিশ্বাস নেই বাবার৷ মৃত ছাত্রের বাবার অভিযোগ, পরিকল্পনা করে তাঁদের ছেলেকে খুন করা হয়েছে৷
আরও পড়ুন- জ্যান্ত সাপ চিবিয়ে খাচ্ছেন যুবক, গা ঘিন ঘিন করে উঠবে ভিডিও দেখলে
তিনি আরও জানিয়েছেন, তাঁদের ছেলের একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল৷ মেয়েটির সঙ্গে ছেলের বিয়ে দিতেও তাঁদের আপত্তি ছিল না৷ পরশুদিনও মোবারকের সঙ্গে তাঁর বাবার কথা হয়েছিল৷ অন্যদিকে, মৃতের মামা জানিয়েছেন, মোবারকের সঙ্গে কারও শত্রুতা আছে বলে তাঁরা বিশ্বাস করেন না৷ এক সহপাঠীই গ্রামে প্রথম খবরটা দিয়েছিলেন। ছাদ থেকে পড়ে গিয়ে মোবারকের মৃত্যু হয়েছে বলে তিনিও বিশ্বাস করেন না৷ মোবারকের ঘাড়ে আঘাতের চিহ্ন ছিল বলে দাবি তাঁর পরিবারের সদস্যদের৷ সেই চিহ্ন দেখেই পরিবারের সদস্যদের আশঙ্কা, তাঁকে খুন করা হয়েছে৷ যদিও সব দিক খতিয়ে দেখে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন