গত একমাসে একবারও নবান্নে যাননি মমতা বন্দ্যোপাধ্যায়! গত প্রায় তিন সপ্তাহ ধরে ঘরবন্দি মুখ্যমন্ত্রী। যা গত ১২ বছরে রেকর্ড। জাতীয় ও রাজ্য রাজনীতি নিয়ে এক্স হ্যান্ডলে একটি-দুটি পোস্ট করলেও প্রকাশ্যে দেখা যায়নি তাঁকে। পায়ের চোটের কারণেই কালীঘাটের বাড়িতে রয়েছেন 'দিদি'। তা সকলেরই জানা। কিন্তু এখন কেমন আছেন তিনি। তা নিয়ে কৌতুহল ও উদ্বেগ তৃণমূলের বড়, মেজ নেতা থেকে সাধারণ কর্মী, সমর্থকদের মধ্যে। শেষপর্যন্ত যার নিরসণ করলেন খোদ মমতাই।
Advertisment
পায়ের চোটের কারণে এবার এখনও সশীরের পুজো উদ্বোধন করতে পারেননি মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার ভার্চুয়াল মাধ্যমে শ্রীভূমি ও হাতিবাগান সর্বজনীনের দুর্গা মণ্ডপের উদ্বোধন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই তিনি নিজের শীরিক অবস্থার কথা জানিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই এদিন মমতা বলেন, 'এমনিতে আমি ঠিক আছি। কিন্তু পায়ে একটা চোট আছে। একটা ইনফেকশন হয়ে আছে। ওটা সারতে সময় লাগবে। তাই ডাক্তাররা বেশি হাঁটাহাটি করতে বারণ করেছেন। তাই যেতে পারলাম না।'
তাহলে কী এবার বাকি পুজোগুলোর উদ্বোধনও ভার্চুয়ালভাবেই করবেন 'দিদি'? সেটা অবশ্য খোলসা করেননি তিনি। পুজো উদ্যোক্তাদের উদ্দেশে শুধু বলেছেন, 'যেতে পারলাম না তো কী হয়েছে, আমি মনে মনে তোমাদের সঙ্গেই আছি। উদ্বোধনে তো আর দেখা হল না কার্নিভালে দেখা হবে।' অর্থাৎ মুখ্যমন্ত্রীর বার্তা, পায়ের চোটের জন্য রেড রোডে পুজোর কার্নিভালের আগে তিনি খুব বেশি বেরোতে পারবেন না।