Advertisment

Indian Railway's General Ticket: জানেন ভারতীয় রেলে জেনারেল টিকিটের বৈধতা কতক্ষণ? নিয়ম ভাঙলেই চড়া জরিমানা!

Indian Railway: একটি জেনারেল টিকিট কিনে আপনি যদি মনে করেন যে, দিনের যে কোনও সময় ট্রেনে উঠতে পারেন, তবে ভুল করছেন। এই ব্যবস্থা বহাল ছিল ২০১৬ পর্যন্ত। সেই সময় পর্যন্ত জেনারেল টিকিটে ভ্রমণের জন্য কোনও সময়সীমা বাঁধা ছিল না।

author-image
IE Bangla Web Desk
New Update
how long hours Indian Railways general ticket valid, ভারতীয় রেলে জেনারেল টিকিটের বৈধতা কতক্ষণ স্থায়ী

Rail: রেলে যাত্রা যেমন সুখের, তেমনই খরচ অল্প। কিন্তু নিয়ম না জানলেই বড় বিপদ হতে পারে।

How Long Hours Indian Railway's General Ticket Valid: দেশের সকল শ্রেণির আয়ের মানুষ ভারতীয় রেলে যাতায়াত করেন। তাই যাত্রীদের চাহিদা ও সুবিধার কথা মাথায় রেখে ভারতীয় রেল বিভিন্ন শ্রেণির টিকিট বিক্রি করে। মূলত, ফার্স্ট ক্লাস এসি, সেকেন্ড ক্লাস এসি, থার্ড ক্লাস এসি, স্লিপার এবং জেনারেল ক্লাসের টিকিট মেলে রেলে। এগুলোর মধ্যে জেনারেল টিকিটের দাম সবচেয়ে কম। কিন্তু, নানা কারণে এই শ্রেণির টিকিটের চাহিদা রয়েছে।

Advertisment

রেলের জেনারেল ক্যাগরির টিকিট একটি নির্দিষ্ট সময়ের জন্যই বৈধতা থাকে। ওই সময় অতিক্রান্ত হলে জেনারেল টিকিট বৈধতা হারায়। ফলে নিয়ম জানা খুব জরুরী। জেনেনিন ঠিক কত সময়ের জন্য জেনারেল টিকিটের বৈধতা থাকে? এই নিয়ম না জানা থাকলে অনেক সময়ই যাত্রীদের বড় সমস্যায় পড়তে হয়। টিকিট কেটেও শেষে চড়া জরিমানা গুনতে হয়।

আরও পড়ুন- AC Temperatures In Indian Railways: গরমে এসি কোচে ভ্রমণ করেন? জানেন কত ডিগ্রিতে সেট করা হয় AC-র তাপমাত্রা?

একটি জেনারেল টিকিট কিনে আপনি যদি মনে করেন যে, দিনের যে কোনও সময় ট্রেনে উঠতে পারেন, তবে ভুল করছেন। এই ব্যবস্থা বহাল ছিল ২০১৬ পর্যন্ত। সেই সময় পর্যন্ত জেনারেল টিকিটে ভ্রমণের জন্য কোনও সময়সীমা বাঁধা ছিল না।

তবে, এর সুযোগ নিয়ে কালোবাজারি ব্যবসা বাড়ছিল। ফলে, বড় মাপের আর্থিক ক্ষতির মুখে পড়েছিল রেল। সমস্যা সমাধানে ভারতীয় রেলের পক্ষ থেকে জেনারেল টিকিটে ভ্রমণের সময়সীমা নির্দিষ্ট করে বেঁধে দেওয়া হয়।

আরও পড়ুন- Indian Railways: এক বছর বয়সেই আজীবন পাকা চাকরি শুরু, চেনেন ভারতীয় রেলের এই ‘বড়কর্তা’কে?

বর্তমান নিয়ম অনুসারে, যদি কোনও যাত্রী ১৯৯ কিলোমিটার দূরত্ব পর্যন্ত ভ্রমণ করেন, তবে, তাঁকে একটি জেনারেল টিকিট কেনার ৩ ঘন্টার মধ্যে ট্রেনে উঠতে হবে। ওই টিকিটে যদি কোনও যাত্রীকে তিন ঘণ্টা পরে ট্রেনে ভ্রমণ করতে দেখা যায়, তবে তাঁকে টিকিটবিহীন যাত্রী হিসাবে গন্য করা হবে। তাকে জরিমানাও করা হবে। তবে, টিকিট কেনার পর, গন্তব্যের দিকে যাওয়া প্রথম ট্রেনটি যদি ৩ ঘণ্টা পর ছাড়ে, সেই ক্ষেত্রে অবশ্য ছাড় রয়েছে। ।

অন্যদিকে কোনও যাত্রী যদি জেনারেল টিকিটে ২০০ কিলোমিটারে বা তার বেশি দূরত্ব যেতে চান, সেই ক্ষেত্রে জেনারেল টিকিট যাত্রার ৩ দিন আগেই কেনা যাবে।

আরও পড়ুন- Indian Railway’s AC Coachs: রেলে ভ্রমণ করেন? জানেন দূরপাল্লার ট্রেনে কেন মাঝখানে থাকে এসি কোচ?

Rail Ticket Indian Railways railway tickets
Advertisment