এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বড়সড় ভবিষ্যদ্বাণী কুণাল ঘোষের। আর কতদিন মুখ্যমন্ত্রীত্বের দায়িত্ব সামলাবেন মমতা বন্দ্যোপাধ্যায়? সেব্যাপারেই ভবিষ্যদ্বাণী রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদকের। শুধু মমতা বন্দ্যেপাধ্যায়কে নিয়েই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েও বিরাট আভাস তৃণমূল নেতার।
তৃণমূলে আদি-নব্য নিয়ে একটি দ্বন্দ্ব চোরাগোপ্তা চলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানার নেতাদের আদি ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমসাময়িক কিংবা কিছু আগে-পরের নেতা-কর্মীদের তৃণমূলে নব্য হিসেবে বিবেচনায় আনে রাজনৈতিক মহল। জেলায়-জেলায় মাঝেমধ্যেই আদি-নব্য তৃণমূলীদের সংঘাতও চেখে পড়ে। তবে এসবই রটনা বলে বারবার প্রসঙ্গ এড়াতে দেখা গিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে। তৃণমূলে কোনও ভাগাভাগি নেই বলেই মত তাঁদের। খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একথা বারবার বলেছেন।
তবে এবার তৃণমূল সুপ্রিমো ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বড়সড় ভবিষ্যদ্বানী করে ফেললেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। রবিবার হুগলির চুঁচূড়ায় একটি রক্তদান শিবিরের উদ্বোধনে গিয়েছলেন কুণাল। সেখানেই মমতা-অভিষেককে নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন তৃণমূল নেতা। কুণালের মন্তব্যকে কটাক্ষ করেছে বিজেপি।
কী বলেছেন কুণাল ঘোষ?
"দিনের শেষে দেখবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এক এবং অভিন্ন তৃণমূল লড়ছে। বিজেপি আগে ঠিক করুক আরএসএস বিজেপি নাকি সিবিআই-ইডি থেকে বাঁচতে যাওয়া দল বদলু বিজেপি। পদ্মার বিজেপি না পুরনো বিজেপি। শুভেন্দু বিজেপি না সুকান্ত বিজেপি। সুকান্ত বিজেপি না দিলীপ বিজেপি। আগে ওরা ঠিক করুক। আমরা বলছি মমতাদির নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে লড়াই হবে। ২০৩৬ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন, তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন।"
আরও পড়ুন- কথা দিয়েও বিয়ে করতে এলেন না প্রেমিকা, বরের বেশেই যুবক যে কান্ড বাধালেন…
কুণালের ভবিষ্যদ্বাণীকে কটাক্ষ বিজেপির…
হুগলি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, "কুণাল ঘোষের ভবিষ্যদ্বাণীর মধ্য দিয়ে এটাই ভেসে উঠছে যে ২০২১ সালে এরা মানুষের ভোটে সরকার গঠন করেনি। কারচুপি করে সরকার গঠন হয়েছিল। আগামী দিনেও এরা ভাবছে এই কারচুপি বহাল তবিয়তে চালিয়ে যাবে। কুণাল ঘোষের এই ভাবনা চিন্তায় বালি পড়বে। আগামী দিনে কেন্দ্রীয় সরকার সক্রিয় নিরাপত্তার বন্দোবস্ত করবে। মানুষের ভোটে পশ্চিমবঙ্গে সরকার গঠন হবে। সেই সরকারে তৃণমূলের স্থান থাকবে না।"
আরও পড়ুন- Premium: ‘চিকিৎসা জাদুঘর’, যুগান্তকারী সৃষ্টির অভাবনীয় নজির গড়ার পথে বিলেত ফেরত প্রবীণ চিকিৎসক