আইনি লড়াইয়ে জয় হাসিল হয়েছে। মিলেছে অমিত শাহ'র সময়ও। ২৯ নভেম্বর ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনে বিজেপির সভার তোড়জোড় তুঙ্গে। লোকসভার ঢাকে কাঠি দিতে শুধু এই সভার জন্যই তিলোত্তমায় আসছেন প্রধানমন্ত্রী মোদীর ডেপুট্ শাহ। আগামী বুধবার কখন আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী? থাকবেন কতক্ষণ?
অমিত শাহর সফরসূচি-
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কলকাতা সফর নিয়ে নবান্নে সূত্রে পাওয়া তথ্য অনুসারে…
- সকালে ১১টায় দিল্লি থেকে বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতার উদ্দশে রওনা।
- দুপুর সওয়া ১টা নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ
- বায়ুসেনার বিশেষ হেলিকপ্টারে করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রেসকোর্স ময়দানে পৌঁছাবেন দুপুর ১.৩৫ নাগাদ।
- তারপর সড়কপথে ধর্মতলার সভাস্থলে পৌঁছানোর কথা দুপুর ১.৪৫ মিনিট নাগাদ।
- দুপুর ১.৪৫ থেকে ৩.১৫ মিনিট পর্যন্ত ধর্মতলার সভাস্থলে থাকবেন অমিত শাহ।
- দুপুর ৩.২০ নাগাদ রেসকোর্স ময়দান থেকে হেলিকপ্টারে করে কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
- দুপুর ৩.৪৫ মিনিট নাগাদ বায়ুসেনার বিশেষ বিমানে দিল্লির উদ্দেশে রওনা।
বাংলার মানুষ কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনার শিকার। বঞ্চিতদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে এসে ধর্মতলায় সভার ডাক দেয় বিজেপি। শুরুতে ধর্মতলায় বিজেপির সভার অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। তারপর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ বিজেপির এই সভার অনুমতি আর্জি মেনে নেয়। রাজ্য সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন করে। তবে নবান্নের সে আবেদন ঝোপে টেঁকেনি। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকেই বহাল রাখে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ফলে বিজেপির সভা হচ্ছে তৃণমূলের শহিদ তর্পণ সমাবেশের সভাস্থলেই।
আরও পড়ুন- ‘কালীঘাটের কাকু’র ‘মানসিক চাপ’? গলার স্বর সংগ্রহে নয়া ‘বাধা’, SSKM-এর ব্যাখ্যায় তাজ্জব ইডি!