Advertisment

বিস্মিত রাজ্যপাল, মুখ্যমন্ত্রী মমতাকে অকপট প্রশ্ন লা গণেশনের

কী জানতে চাইলেন রাজ্যপাল?

author-image
IE Bangla Web Desk
New Update
how mamata lives in such a small house asked governor la ganesan

মুখ্যমন্ত্রীর বাড়িতে রাজ্যপাল লা গণেশন।

৩০/বি হরিশ চ্যাটার্জী স্ট্রিট। ছোট্ট টালির বাড়িতেই বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কাটান অনাড়ম্বর জীবন। কেন্দ্রীয় মন্ত্রী, বিরোধী নেত্রী বা মুখ্যমন্ত্রী থাকাকালীন বাসস্থান বদল করেননি তিনি। বিভিন্ন সময়ে এই বাড়িতেই এসেছেন বহু গণ্যমান্য ব্যক্তি। কালীপুজো উপলক্ষে সোমবার মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছিলেন রাজ্যপাল লা গণেশন। মমতার বাড়ি দেখে হতবাক তিনি।

Advertisment

এত ছোট্ট বাড়িতে থাকেন বাংলার মুখ্যমন্ত্রী? ৩০/বি হরিশ চ্যাটার্জী স্ট্রিটে পা দিয়েই এই প্রশ্ন উঁকি দেয় রাজ্যপালের মনে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীকে সামনে পেয়েই সটান প্রশ্নই করে ফেলেন লা গণেশন। জানতে চান 'এইটুকু জায়গায় থাকেন আপনি?'

পুজো বাড়িতেও অতিথি অভ্যর্থনায় ত্রুটি ছিল না মুখ্যমন্ত্রীর। রাজ্যপালকেও স্বাগত জানান খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। লা গণেশনকে নিজের বাড়ি ঘুরে দেখান মুখ্যমন্ত্রী। একসময় উভয়কে পাশাপাশি বলে কথা বলতে দেখা যায়।

এসবের মধ্যেই পুজোর কাজ হোক বা ভোগ রান্না- সবটাই নিজে হাতে সামলেছেন মমতা। ব্যস্ততার মধ্যেই সিত্রাংয়ের গতিপ্রকৃতি, ঝড়ের মোকাবিলায় সরকারি প্রস্তুতি খতিয়ে দেখেছেন, রাজ্যবাসীকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। বানতলার আগুন নিয়েও খোঁজ-খবর করেছেন।

Mamata Banerjee West Bengal la Ganeshan
Advertisment