পুরানো ছকে নতুন মোড়ক! লোভের ফাঁদ, আর তাতেই প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। সামাজিক মাধ্যমে সচেতন করছে কলকাতা পুলিশ।
নানা অছিলায় এসএমএস পাঠাচ্ছে প্রতারণা চক্র। আর না বুঝে পদক্ষেপ করলেই ঠকতে হবে। খোয়াতে হবে পরিশ্রমের তিলে তলে জমানো অর্থ।
কলকাতা পুলিশের দাবি, সাইবার প্রতারণার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হচ্ছে। আর তাতেই নতুন কায়দায় প্রতারণার ফন্দি এঁটেছে প্রতারকরা। ফলে না বুঝেই অনেকের ক্ষতি হয়ে যাচ্ছে। তাই সতর্ক করছে কলকাতা পুলিশ।
শুক্রবার কলকাতা পুলিশের সচেতনতা বার্তা-
'বাড়ছে আইনি পদক্ষেপের চাপও। ফলে নিত্যনতুন প্রতারণার ছক কষতে হচ্ছে জালিয়াতদের। সম্প্রতি এমনই একটি ছকের ক্রমবিস্তার দেখতে পাচ্ছি আমরা।'
'জটিল কিছু নয়। ধরুন আপনার কাছে এসএমএস এল, বেশ বড় পরিমাণ টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছে, কিন্তু ‘সেভিং চার্জ’ বাবদ কিছু টাকা না দিলে সেই টাকা আপনি তুলতে পারবেন না। এই ‘সেভিং চার্জ’-এর পরিমাণ খুব বেশি কিছু নয়, কাজেই আপনার মনে তেমন সন্দেহের উদ্রেক হল না।
মেসেজের ভুল বানান বা বাক্যগঠন দেখেও আপনি সন্দেহ করলেন না। অর্থপ্রাপ্তির উত্তেজনায় এও হয়তো লক্ষ্য করলেন না যে মেসেজটি এসেছে কোনও নির্দিষ্ট মোবাইল নম্বর থেকে, ব্যাঙ্কের মেসেজের ক্ষেত্রে যা কখনোই হয় না।'
'এবার আপনি প্রেরকের নির্দেশমতো এই রহস্যময় ‘সেভিং চার্জ’ পাঠিয়ে দিলেন, কিন্তু তারপর দেখলেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেমন ছিল তেমনই আছে, কোনও টাকাই জমা পড়েনি। অতএব ক্ষতি হল সেই আপনার।
সুতরাং সতর্ক থাকুন। এমন এসএমএস পেলেই জানান অ্যান্টি ব্যাঙ্ক ফ্রড হেল্পলাইন নম্বরে (85850 63104) বা গোয়েন্দা বিভাগের ক্রাইম কন্ট্রোল নম্বরে (033 2250 5166)।'