Advertisment

Premium: সুপার স্পেশালিটি হাসপাতালে নিউরো সমস্যার চটজলদি সমাধান, কীভাবে মিলবে সুচিকিৎসা?

রাজ্যের প্রথম সারির নিউরো হাসপাতাল হওয়ার দরুণ এই হাসপাতালের উপর চাপও রয়েছে অনেকটাই বেশি।

author-image
Sayan Sarkar
New Update
Bangur Institute of Neurosciences

সুপার স্পেশালিটি হাসপাতালে নিউরো সমস্যার চটজলদি সমাধান, কীভাবে মিলবে সুচিকিৎসা?

বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস রাজ্যের সেরা নিউরো হাসপাতালগুলির মধ্যে অন্যতম। সারা রাজ্য থেকে রোগী এই হাসপাতালে চিকিৎসা করাতে আসেন। তাই সকাল থেকে ওপিডিতে ভিড় উপচে পড়ে।

Advertisment

উন্নতমানের এই নিউরো হাসপাতালে ওপিডিতে রোগী দেখানোর দুটি পদ্ধতি রয়েছে। প্রথমত আপনি অনালাইনে ওপিডি টিকিট বুকিং করতে পারেন। দ্বিতীয়ত আপনি হাসপাতালে এসে সরাসরি ওপিডি বুকিং কাউন্টার থেকে ২টাকা খরচ করে টিকিট কেটে নিতে পারেন।

রাজ্যের প্রথম সারির নিউরো হাসপাতাল হওয়ার দরুণ এই হাসপাতালের উপর চাপও রয়েছে বেশি। কাজেই আপনি যদি সরাসরি হাসপাতালে এসে ওপিডি টিকিট কাটতে চান তাহলে তার জন্য সকাল সাড়ে ৫টা-৬টা থেকে লাইন পড়ে যায়। ভিড় এড়াতে আপনি

অনলাইনেও টিকিট বুকিং করতে পারেন।
প্রথমেই জেনে নেওয়া যাক এই হাসপাতালের ঠিকানা।
বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস-এর ঠিকানা ৫২/১এ শম্ভুনাথ পন্ডিত স্ট্রিট কলকাতা ৭০০ ০২৫। এই হাসপাতালের জরুরি ফোন নম্বর- : ০৩৩-২২২৩- ৭৭২৬
এক নজরে দেখে নেওয়া যাক এই হাসপাতালের ওপিডি চিকিৎসকদের তালিকা-

ডিপার্টমেন্ট অফ নিউরো মেডিসিন
প্রফেসর ডাঃ গৌতম গঙ্গোপাধ্যায়, নিউরোমেডিসিন
প্রফেসর ডাঃ অতনু বিশ্বাস
প্রফেসর ডাঃ অলোক পণ্ডিত
প্রফেসর ডাঃ বিমান কান্তি রায়।
প্রফেসর ডাঃ টি এন কুন্ডু
ডাঃ. সমর বিশ্বাস, অ্যাসিস্টেন্ট প্রফেসর
ডাঃ অরিজিৎ রায়, অ্যাসিস্টেন্ট প্রফেসর
ডাঃ অদ্রীশ মুখার্জি, অ্যাসিস্টেন্ট প্রফেসর
ডাঃ সুমন্ত সরকার, অ্যাসিস্টেন্ট প্রফেসর
ডাঃ. সুমিত সরকার, অ্যাসিস্টেন্ট প্রফেসর
ডাঃ জয়ন্ত ঘোষাল, অ্যাসিস্টেন্ট প্রফেসর
ডাঃ উমা সিনহারয়, অ্যাসিস্টেন্ট প্রফেসর
ডাঃ. সৌভিক দুবে, অ্যাসিস্টেন্ট প্রফেসর

ডিপার্টমেন্ট অফ নিউরোসার্জারি

প্রফেসর ডাঃ শুভাশিস ঘোষ, এইচওডি, নিউরোসার্জারি
ডাঃ এস আই সাদিক, অ্যাসিস্টেন্ট প্রফেসর
ডাঃ গীতাঞ্জলি দত্ত, অ্যাসিস্টেন্ট প্রফেসর
ডাঃ শিবাজী দাশগুপ্ত, অ্যাসিস্টেন্ট প্রফেসর
ডাঃ অনিরুদ্ধ চ্যাটার্জি, অ্যাসিস্টেন্ট প্রফেসর
ডাঃ শুভমিত্র চৌধুরী, অ্যাসিস্টেন্ট প্রফেসর

বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস-এ মোট শয্যা সংখ্যা নিউরো মেডিসিন- ৮৩, নিউরোসার্জারি- ১০০, আইসিইউ+এইচডিইউ- ১১, ডে' কেয়ার ইউনিট-১৬। মোট শয্যাসংখ্যা ২১০।

নিউরো সংক্রান্ত সমস্যার চিকিৎসায় আপনি যদি অনলাইনে বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস-এ ওপিডি টিকিট বুকিং করতে চান তার আপনাকে wbhealth.gov.in ওয়েবসাইটে যেতে হবে সেখানে গিয়ে আপনার মোবাইল নম্বর দিতে হবে। এরপর আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। ওটিপি দেওয়ার পর আপনার সামনে একটি ইন্টারফেস খুলবে। যেখানে আপনার নাম-বয়স-ঠিকানা, কোন তারিখে আপনি দেখাতে যাইছেন ইত্যাদি তথ্য প্রদান করতে হবে।

আরও পড়ুন : < Abhishek Banerjee: সকালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, বিকেলেই ছুটি অভিষেকের >

সম্পুর্ণ ফর্ম ফিল-আপ করার পর সাবমিট অপশনে ক্লিক করলেও আপনি একটি টিকিট পাবেন। যেটি আপনাকে প্রিন্ট করে নিতে হবে। এরপর নির্দিষ্ট দিনে প্রিন্ট আউটটি নিয়ে ওপিডি-অনলাইন কাউন্টারে গিয়ে দেখিয়ে চিকিৎসকের জন্য অপেক্ষা করতে হবে। উল্লেখ্য, ওপিডিতে দেখানোর পর সংশ্লিষ্ট চিকিৎসক যদি মনে করেন আপনাকে ভর্তি নেওয়ার প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে তিনিই পরবর্তী পদক্ষেপ আপনাকে বলে দেবেন। এছাড়াও এই হাসপাতালে সিটি স্ক্যান, ইউউএসজি, এক্স-রে, এমআরআই পরিষেবাও পাবেন সম্পুর্ন বিনামূলে।

একনজরে দেখে নিন সপ্তাহের কোন দিন কোন চিকিৎসক ওপিডিতে বসছেন-

নিউরো মেডিসিন
সোমবার- প্রফেসর ডাঃ বি.কে. রায়, প্রফেসর ডাঃ অলোক পণ্ডিত, ডাঃ এস. দুবে, ডাঃ. সুমিত সরকার

মঙ্গলবার- প্রফেসর ডাঃ বি.কে. রায়, প্রফেসর ডাঃ অলোক পন্ডিত,
ডাঃ এস দুবে, ডাঃ সুমিত সরকার

বুধবার- প্রফেসর ডাঃ টি.এন. কুন্ডু, প্রফেসর ডাঃ অতনু বিশ্বাস, ডাঃ. ইউ. সিনহারয়, ডাঃ জয়ন্ত ঘোষাল, অ্যাসিস্টেন্ট প্রফেসর

বৃহস্পতিবার- প্রফেসর ডাঃ জি. গঙ্গোপাধ্যায়, ডাঃ. এস বিশ্বাস, ডাঃ. অরিজিৎ রায়, ডাঃ. সুমিত সরকার

শুক্রবার- প্রফেসর ডাঃ টি.এন. কুন্ডু, প্রফেসর ডাঃ অরিজিৎ বিশ্বাস,
ডাঃ. ইউ. সিনহারয়, ডাঃ. জে. ঘোষাল

শনিবার- প্রফেসর ডাঃ জি. গঙ্গোপাধ্যায়, ডাঃ. অরিজিৎ রায়,
ডাঃ অদ্রীশ মুখার্জি, মুখার্জি,
ডাঃ. সুমিত সরকার

নিউরো সার্জারি:-
সোমবার- ডাঃ সাদিক, ডাঃ গীতাঞ্জলি দত্ত, ডাঃ. শিবাজী দাশগুপ্ত

মঙ্গলবার- প্রফেসর ডাঃ শুভাশিস ঘোষ, ডাঃ অনিরুদ্ধ চ্যাটার্জি, ডাঃ এস চৌধুরী

বুধবার- প্রফেসর ডাঃ শুভাশিস ঘোষ, ডাঃ অনিরুদ্ধ চ্যাটার্জি, ডাঃ এস চৌধুরী

বৃহস্পতিবার- ডাঃ এস. আই সাদিক, ডাঃ গীতাঞ্জলি দত্ত, ডাঃ শিবাজী দাশগুপ্ত

শুক্রবার- প্রফেসর ডাঃ শুভাশিস ঘোষ, ডাঃ. অনিরুদ্ধ চ্যাটার্জি, ডাঃ. এস চৌধুরী

শনিবার- ডাঃ এসআই সাদিক, ডাঃ গীতাঞ্জলি দত্ত, ডাঃ শিবাজী দাশগুপ্ত

health Health News WB govt
Advertisment