Advertisment

পুজোর মুখে ফের বদল আবহাওয়ায়? জানুন ষষ্ঠী থেকে দশমীর টাটকা আপডেট

পুজোর পাঁচদিন কেমন থাকবে আবহাওয়া?

author-image
IE Bangla Web Desk
New Update
how will the weather of west bengal be for five days of durga puja , পুজোর মুখে ফের বদল আবহাওয়ায়? জানুন ষষ্ঠী থেকে দশমীর টাটকা আপডেট

কুমোরটুলি থেকে পুজোর মঞ্চের পথে দুর্গা প্রতিমা। ছবি- শশী ঘোষ

আকাশে বাতাসে উৎসবের আমেজ। আনন্দে মাতোয়ারা বাংলা। কিন্তু মনের কোণে একটাই আশঙ্কা! বরুণদেব বাধ সাধবে না তো। দেবী উমার বাপের বাড়ি থাকার পাঁচদিন কেমন থাকবে আবহাওয়া? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?

Advertisment

আবহাওয়ার পূর্বাভাস-

পুজোয় রাজ্যের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে, উত্তরে পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে কিছুটা বৃষ্টি হচ্ছে। সোমবারের পর তাও ক্রমশ কমতে শুরু করবে। ষষ্ঠী থেকে অষ্টমী রোদ ঝলমলে আবহাওয়া থাকবে।

উত্তুরে হাওয়া-

পশ্চিমাঞ্চল সহ কোনও কোনও জেলায় এই সপ্তাহান্তে ভোরের দিকে উত্তুরে হাওয়ার প্রভাব অনুভূত হবে। মনোরম আবহাওয়াতেই কাটবে পুজো। পশ্চিমাঞ্চলের কিছু জেলায় চতুর্থী থেকেই ভোরের দিকে সামান্য শিরশিরানি ভাব অনুভূত হবে।

নবমী দশমীতে আবহাওয়ার হাল্কা বদল

তবে, নবমী দশমীতে আবহাওয়ার হাল্কা বদল হতে পারে। কোথাও কোথাও আংশিক মেঘলা থাকবে আকাশ। উপকূলের জেলায় দু -এক পশলা হালকা বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

গরমের অস্বস্তি কবে কমবে?

আশ্বিন মাসেই চিরচিরে গরম। আবহাওয়া দফতর জানাচ্ছে, তৃতীয়া পর্যন্ত আর্দ্রতাজনিত এই অস্বস্তি বজায় থাকবে। চতুর্থী থেকে ধীরে ধীরে তা কমবে।

গত কয়েকদিন কলকাতায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা থাকছে প্রায় ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ ৪০ থেকে ৮৫ শতাংশ।

অর্থাৎ পুজোয় চুটিয়ে মজা আর দেদার প্যান্ডেল হপিংয়ে আর কোনও বাধা নেই। এবার জমবে মজা।

weather weather update Weather Forecast West Bengal Weather Forecast weather latest news Bengal Weather Forecast Durga Puja Durgapuja Kolkata Weather durgapuja 2023
Advertisment