Advertisment

Howrah Violence: রণক্ষেত্র বাঁকড়া, পুলিশকে লক্ষ্য করে বোমাবাজি, বন্দুক হাতে অবাধে চলল দাপাদাপি

এই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে বন্দুক হাতে নিয়ে এক ব্যক্তিকে দাপাদাপি করতে দেখা যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
"Howrah, TMC Inner Clash, Crime News ,Bangla News, Latest Bangla News, News in Bangla, Bengali News, Latest Bengali News, News in Bengali"

অবৈধ নির্মাণকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে গণ্ডগোলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল ডোমজুড়ের বাঁকড়ায় মুন্সিডাঙ্গা শেখ পাড়া।

Howrah Violence: এলাকা দখল ও অবৈধ নির্মাণকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার বাঁকড়া। পুলিশকে লক্ষ্য করে ওঠে বোমাবাজি, ইটবৃষ্টির ঘটনা। ঘটনায় এখনও পর্যন্ত বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থতি নিয়ন্ত্রণে আনতে র‍্যাফ ও কেন্দ্রীয় বাহিনী নামানো হয়েছে।

Advertisment

শনিবার থেকে উত্তপ্ত ছিল এলাকা। রবিবার অবৈধ নির্মাণকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে গণ্ডগোলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল ডোমজুড়ের বাঁকড়ায় মুন্সিডাঙ্গা শেখ পাড়া। জানা গিয়েছে, বেআইনি নির্মাণকে বাঁধা দেওয়াকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে অশান্তি। পঞ্চায়েত সদস্য শেখ মফিজুলের বাড়িতে চড়াও হয় এলাকারই বাসিন্দা ফারুক ও দলবল। দুপক্ষের মধ্যে অশান্তিকে কেন্দ্র করে শুরু হয় বোমাবাজি, ইটবৃষ্টি। এই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে বন্দুক হাতে নিয়ে এক ব্যক্তিকে দাপাদাপি করতে দেখা যায়।

আরও পড়ুন : < Hooghly lynching: বউবাজার-সল্টলেকের পর এবার হুগলির পাণ্ডুয়া, ‘পিটিয়ে খুন’ যুবককে, গ্রেফতার ২ >

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে আসে ডোমজুড় থানার পুলিশ। অভিযোগ, সেই সময় পুলিশকে লক্ষ্য করে বোমাবাজির ঘটনা ঘটে। এরপরই এলাকায় নামানো হয় র‍্যাফ। নামে কেন্দ্রীয় বাহিনী। আটক করা হয় ৫ জনকে। পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে এলেও গোটা এলাকা এখনও থমথমে। বসানো হয়েছে পুলিশ পিকেট।

Howrah Police Howrah Violence
Advertisment