Advertisment

হাওড়া ব্রিজে মিনিবাসে বিধ্বংসী আগুন

হাওড়া ব্রিজের ১৭ নং পিলারের কাছে হঠাৎই আগুন লেগে যায় একটি মিনিবাসে। বৃহস্পতিবার সন্ধ্যেয় ঘটনাটি ঘটেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

হাওড়া বাস ডিপো ছেড়ে কলকাতা অভিমুখে রওনা দিতেই বিপত্তি। হাওড়া ব্রিজের ১৭ নং পিলারের কাছে হঠাৎই আগুন লেগে যায় একটি মিনিবাসে। বৃহস্পতিবার সন্ধ্যেয় ঘটনাটি ঘটেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ইঞ্জিনের শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।

Advertisment

ঠিক কী ঘটেছে?

বাসটি চলা শুরু করতেই প্রথমে যাত্রীরাই ধোঁয়া দেখতে পান। তবে বিপদ বুঝে সকলেই বাস থেকে নিরাপদে নিচে নেমে আসেন। এরপর ব্রিজের উপরই দাউ দাউ করতে জ্বলতে শুরু করে হরিনাভি-হাওড়া রুটের মিনিবাসটি। যাত্রীরা সকলেই সুরক্ষিত বলে ট্রাফিক সূত্রের খবর।

খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের ২টি ইঞ্জিন। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ঘটনার জেরে ব্যাপক যানজট ছড়িয়ে পড়ে হাওড়া ব্রিজে। ঘটনাস্থলে ছুটে আসে হাওড়া এবং কলকাতা পুলিশ।

publive-image

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার সময় বাসের যাত্রী থাকলেও কোনো হতাহতের খবর নেই। সকলকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে। সরিয়ে যাওয়া হয়েছে বাসটিকে ব্রিজের উপর থেকে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Howrah
Advertisment