/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/howrah-christmas-carnival-mamata-manoj.jpg)
মন্ত্রী মনোজ তিওয়ারি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
১২ দিন ধরে চলার কথা ছিল, কিন্তু উদ্বোধনের পাঁচ দিনের মাথায় ডুমুরজলা স্টেডিয়ামে বন্ধ করে দেওয়া হয় হাওড়া ক্রিসমাস কার্নিভ্যাল। পার্কিং নিয়ে বচসার জেরে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এই কারণেই ওই কার্নিভ্যাল বন্ধ করার নির্দেশ দেন হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী। রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির ঘনিষ্ঠ একাংশের আপত্তিতেই কার্নিভ্যাল বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এরপরই হস্তক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তা,এ ধরণেনের কাজ তিনি সমর্থন করেন না। বরদাস্তও করবেন না।
বৃহস্পতিবার দেগঙ্গা যাওয়ার পথে মুখ্যমন্ত্রী বলেন, 'কার্নিভ্যাল হবে। আমি পুলিশকে নি্দেশ দিয়ে দিয়েছি। কার্নিভ্যাল কমিটিকে বলেছি, আজই কার্নিভ্যাল চালু করতে। পার্কিং নিয়ে সমস্যা হলে প্রশাসনকে জানানো দরকার ছিল। মন্ত্রী অরূপ বিশ্বাসকে বলেছি এসে কথা বলতে। আলরেডি দু'জনকে এই ঘটনায় আটক করা হয়েছে। পুরপ্রশাসককে বলব নিজের মত কাজ করতে। তোমার কিছু বলার থাকলে বলতে পারো। কিন্তু, ওটা বন্ধ করে দেবে সেটা হবে না।'
আরও পড়ুন-মক্কা মদিনা গিয়েছিলেন লোকনাথ ব্রহ্মচারী, বললেন মুখ্যমন্ত্রী মমতা
ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ দাবি করেছেন, বেআইনি ভাবে পার্কিং থেকে টাকা তোলা হচ্ছিল বলেই তিনি কার্নিভ্যালে গিয়েছিলেন। বেআইনি পার্কিং নিয়ে তাঁর আপত্তি ছিল। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ প্রসঙ্গে বলেছেন, 'এটা আমি তো বন্ধ করিনি। বেআইনি পার্কিং নেওয়া হচ্ছিল বলেই আপত্তি করেছিলাম। মুখ্যমন্ত্রী আপসেট হবেন ঠিকই, কিন্তু পুরো স্টোরিটা শুনলে আরও আপসেট হয়ে যাবেন। কার্নিভালের টিকিট ৫ টাকা করে আর পার্কিং ১০ টাকা প্রতি ঘন্টায়, এটা কেন হবে? সেটা দেখেই তো আমি এসেছিলাম।'
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই এ দুপুরে পরিস্থিতি সামলাতে মন্ত্রী অরূপ বিশ্বাস ঘটনাস্থলে যান। কিন্তু, আলোচনার জন্য বৈঠকে প্রবেশের মুখেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়। মন্ত্রী অরূপ বিশ্বাসের সামনেই মন্ত্রী মনোজ তিওয়ারি ও হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তীর অনুগামীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। কে মন্ত্রীকে অরূপকে স্বাগত জানাবে তা নিয়ে কোন্দল বাঁধে। অভিযোগ, অরূপ বিশ্বাসের সামনেই সুজয়বাবুকে ধাক্কা দিয়েছেন মনোজ চিওয়ারি। এরপরই দেখা যায়, সুজয়বাবুর অনুগামীরা তাঁকে কোনওমতে সামলে আগলে রেখেছেন। দুই পক্ষের ধাক্কাধাক্কির মধ্যে পড়ে যান অরূপ বিশ্বাস। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও কীভাবে এসব হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছে।
বেশ কিছুক্ষণ বৈঠকের পর মন্ত্রী অরূপ বিশ্বাস সহ মন্ত্রী মনোজ তিওয়ারি ও হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হন। ঘোষণা করেন, বিবাদ মিটে গিয়েছে, হাওড়া ক্রিসমাস কার্নিভ্যাল ফের চালু হবে। সময়ও বাড়ানো হয়েছে। ২ তারিখের পরবর্তে এই কার্নিভ্যাল এখন শেষ হবে ৩রা জানুয়ারি। অরূপ বিশ্বাস বলেছেন, 'প্রত্যেক পরিবারেরই ঝামেলা থাকে। আলোচনার মাধ্যমে তা মিটিয়ে নিতে হয়। এক্ষেত্রেও তাই হয়েছে। ফের কার্নিভ্যাল চালু হবে। পার্কিং ফি নেওয়া হবে না। পুলিশকেই পুরো বিষয়টি দেখতে বলেছি।' মন্ত্রী মনোজ তিওয়ারি ও হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তীও সমস্যা সমাধানের পক্ষেই মুখ খোলেন।