Advertisment

Howrah Division: হাওড়া ডিভিশনের যাত্রীরা এখবর আগে পড়ুন! বাম্পার উদ্যোগে বেনজির কীর্তির শিখর ছুঁল রেল

Eastern Rail-Howrah Division: ট্রেনের কামরায় যাত্রীদের জন্য নিরাপদ এবং আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা নিশ্চিত করতে এর আগেও বিভিন্ন পদক্ষেপ করতে দেখা গিয়েছে রেলকে। এবারও এক দারুণ প্রয়াস নিয়েছে রেল। শিয়ালদহ ডিভিশনেও অভূতপূর্ব এই তৎপরতা নিতে দেখা গিয়েছিল রেল কর্মীদের। এবার হাওড়া ডিভিশনেও সেই একই পদক্ষেপ রেলের।

author-image
IE Bangla Web Desk
New Update
howrah divisions crackdown on ticketless travel, হাওড়া ডিভিশনে টিকিট পরীক্ষা অভিযান

প্রতীকী ছবি।

Howrah Division: শিয়ালদহ ডিভিশনের পাশাপাশি সম্প্রতি পূর্ব রেলের হাওড়া ডিভিশনেও বিশেষ অভিযানে নেমেছিলেন টিকিট পরীক্ষকরা। রীতিমতো পরিকল্পনা করেই চলে এই বিশেষ অভিযান। ট্রেনের কামরায় টিকিটবিহীন ভ্রমণ রোধে চলা এই অভিযানে দুরন্ত সাফল্য পেয়েছে রেল। হাওড়া ডিভিশনে টিকিটবিহীন ভ্রমণের বিরুদ্ধে এই অভিযানে মাত্র ১০ দিনে মোটা টাকা ভাড়া ও জরিমানা বাবদ আদায় করেছে রেল।

Advertisment

গত ২১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত চলা এই বিশেষ অভিযানে রেলের ভাণ্ডারে এসেছে ৮১ লক্ষ ৩১ হাজারেরও বেশি টাকা। হাওড়া ডিভিশনে টিকিটবিহীন ভ্রমণ এবং বুক না করা লাগেজের মোট ২৩ হাজার ৫৬টি ঘটনা শনাক্ত করা হয়েছিল।

যার মধ্যে ১৬ হাজার ৪৪৯টি ক্ষেত্রে জরিমানায় আদায় হয়েছে ৭৪ লক্ষ ৬৭ হাজার ৬৬০ টাকা। এরই পাশাপাশি ৬ হাজার ৫৯৬টি বুক না করা লাগেজের ক্ষেত্রে জরিমানা আদায় হয়েছে ৬,৬০,১৩০ টাকা। শুধু তাই নয়, এছাড়াও বাকি থাকা ৩,২৯৫ টাকা উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন- Sealdah Division: শিয়ালদহ ডিভিশনের যাত্রীরা এখবর এখনই পড়ুন! দুরন্ত দক্ষতায় দারুণ তৎপরতা রেলের

রেলের তরফে বিবৃতি দিয়ে এই তথ্য জানানো হয়েছে। রেল জানিয়েছে, এই অবিশ্বাস্য কীর্তি টিকিট চেকিং কর্মীদের অক্লান্ত পরিশ্রমের প্রমাণ। যাত্রীদের জন্য একটি নিরাপদ এবং ঝামেলামুক্ত যাত্রা নিশ্চিত করতে ২৪ ঘণ্টা কর্তব্যে অবিচল রেলকর্মীরা। ট্রেনে এবং স্টেশনগুলিতে নিয়মিত টিকিট পরীক্ষার মাধ্যমে টিকিটবিহীন যাত্রীদের একটি শক্তিশালী বার্তা পাঠানো সম্ভব হয়েছে বলে মনে করছে রেল।

আরও পড়ুন- Mob Lynchings in Bengal: শিশু-মোবাইল চোর সন্দেহে পাশবিক হিংস্রতায় মৃত্যু-মিছিল! বাংলায় কীভাবে গড়াল গুজবের স্রোত?

West Bengal Eastern Railway railway tickets Howrah Division
Advertisment