Howrah lynching : বিগত কয়েকদিনে রাজ্য জুড়ে সামনে এসেছে একের পর এক তালিবানি বর্বরতার নৃশংস ঘটনা। কখনও চোপড়া তো কখনও আবার আড়িয়াদহ। একের পর এক ঘটনায় আঙ্গুল উঠেছে শাসক দলের ঘনিষ্ঠের দিকেই। যার জেরে প্রবল অস্বস্তির মুখে পড়তে হয়েছে তৃণমূলকে। তবে এতকিছুর পর রাজ্য জুড়ে সামগ্রিক চিত্র যে এতটুকু বদল হয়নি তার প্রমাণ মিলল হাওড়ায়। ডোমজুড়ে চুরির সন্দেহে এক পরিচারিকার পরিবারের লোকজনদের বেধড়ক মারধরের অভিযোগ উঠল এক ব্যবসায়ীর বিরুদ্ধে। অভিযোগ মারধরের পর তাদের চুল কেটে নেওয়া হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত তিন জনের বিরুদ্ধে ব্যাবস্থা নিয়েছে পুলিশ।
অভিযোগ, মারধর করেই ক্ষান্ত হননি ওই ব্যবসায়ী ও তার দলবল। পরিচারিকার মাথার চুল পর্যন্ত কামিয়ে দেওয়া হয়। ভয়ঙ্কর ঘটনার ভিডিও ইতিমধ্যে সামনে এসেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর বাড়িতে পরিচারিকার কাজ করতেন এক তরুণী। দিন কয়েক আগে তার বিয়ে হয়। সে কাজ ছেড়ে চলে যায়।
আরও পড়ুন - < Success Story: দুর্ভেদ্য লক্ষ্যে আকাশছোঁয়া সাফল্য, আন্তর্জাতিক মঞ্চে বাঙালি গৃহবধূর কেরাদুরস্ত কেরামতি, সোনায় বাজিমাত >
এর পরেই ব্যবসায়ীর তরফে ২০ লক্ষ টাকা চুরির অভিযোগ আনা হয় পরিচারিকার বিরুদ্ধে। তা নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পরিচারিকার বাড়ির সদস্যদের ডেকে পাঠানো হয়। অভিযোগ তাদের জিজ্ঞাসাবাদের নামে ডেকে একটি কারখানায় আটকে রেখে চলে বেধড়ক মারধর। পাশাপাশি কামিয়ে দেওয়া হয় মাথার চুল। ঘটনার আতঙ্কে এলাকা ছেড়ে চলে ১০ কিলোমিটার দূরে এক আত্মীয়ের বাড়িতে থাকতে শুরু করেন তারা। পরে পুলিশ গিয়ে নির্যাতিতদের উদ্ধার করে। ঘটনার জেরে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ। ঘটনায় এখনও পর্যন্ত আব্দুল হাসান লস্কর, ইশা লস্কর এবং শ্যাম লস্কর নামের তিন জনকে ডোমজুড় এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।