মোটা টাকার বিনিময়ে হোমের শিশুদের দত্তক, গ্রেফতার ৯

বিভিন্ন জায়গা থেকে শিশুদের এনে এই হোমে রাখা হতো। হোমের বেশ কিছু শিশু যৌন নিগ্রহের শিকার বলেও অভিযোগ।

বিভিন্ন জায়গা থেকে শিশুদের এনে এই হোমে রাখা হতো। হোমের বেশ কিছু শিশু যৌন নিগ্রহের শিকার বলেও অভিযোগ।

author-image
IE Bangla Web Desk
New Update
শেয়ার বাজারে সর্বস্ব খুইয়ে ব্যাঙ্কে ডাকাতি! হাজতে 'গুণধর' ইঞ্জিনিয়ার

প্রতীকী ছবি

মোটা টাকার বিনিময়ে শিশুদের দত্তক দেওয়ার অভিযোগ। ওই হোমের বেশ কিছু শিশু যৌন নিগ্রহের শিকার বলেও অভিযোগ ওঠে। কাঠগড়ায় হাওড়ার একটি হোম। তদন্তে নেমে ইতিমধ্যেই ওই হোমের ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশ। ধৃতদের জেরা করে শিশু দত্তকের এই বেআইনি কারবার সম্পর্কে বিস্তারিতভাবে জানার চেষ্টা করছেন গোয়েন্দারা।

Advertisment

হাওড়ার মালিপাঁচঘড়ার একটি হোমে দীর্ঘদিন ধরেই অনিয়ম চলছিল বলে অভিযোগ। এব্যাপারে অভিযোগ পেয়েই তৎপরতা নেয় হাওড়া সিটি পুলিশ কর্তৃপক্ষ। অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে হোমের ৯ জনকে।

জানা গিয়েছে, বিভিন্ন এলাকা থেকে শিশুদের এনে এই হোমে রাখা হতো। এই হোম থেকেই তারপর শিশুদের মোটা টাকার বিনিময়ে দত্তক দেওয়া হতো। এমনকী অনলাইনেও শিশুদের দত্তক দেওয়া হতো বলে অভিযোগ। লক্ষ-লক্ষ টাকার বিনিময়ে শিশুদের দত্তক দেওয়া হতো বলে অভিযোগ।

Advertisment

আরও পড়ুন- বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি, অমিত মিত্রকে চিঠি রাজ্যপালের

ওই হোমের বেশ কিছু শিশু যৌন নিগ্রহের শিকার বলেও অভিযোগ উঠেছে। এদিন বিভিন্ন এলাকা থেকে হোমের সঙ্গে যুক্ত মোট ৯ জনকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জেরা করে এব্যাপারে বিস্তারিতভাবে জানার চেষ্টা করছেন হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Howrah Howrah Police