হাওড়ায় দ্রুত পুরভোট করতে হবে, রাজ্যকে নির্দেশ হাইকোর্টের

গত দু'বছরের বেশি সময় ধরে হাওয়া পুরনিগমের ভোট হয়নি। প্রশাসকমণ্ডলী পুরনিগম পরিচালনা করছে।

গত দু'বছরের বেশি সময় ধরে হাওয়া পুরনিগমের ভোট হয়নি। প্রশাসকমণ্ডলী পুরনিগম পরিচালনা করছে।

author-image
IE Bangla Web Desk
New Update

গত দু'বছরের বেশি সময় ধরে হাওয়া পুরনিগমের ভোট হয়নি। প্রশাসকমণ্ডলী পুরনিগম পরিচালনা করছেন। এবার গঙ্গার পশ্চিম পাড়ের হাওড়া পুরনিগমে দ্রুত ভোটের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। নির্বাচনের যাবতীয় কাজের সঙ্গেই দ্রুত হাওড়া পুরনিগমের ভোট করতে নির্দেশ দিয়েছে হাইকোর্টর বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি মহম্মদ নিজামুদ্দিনের ডিভিশন বেঞ্চ।

Advertisment

২০১৮ সালের ১০ ডিসেম্বর হাওড়া পুরনিগমের মেয়াদ শেষ হয়ে যায়। তারপর থেকে আর সেখানে ভোট না হওয়ায় পুর পরিষেবার অনেক সুযোগ সুবিধা থেকেই বঞ্চিত বাসিন্দারা। এই পরিস্থিতিতে বারংবার হাওয়ায় ভোট করার দাবি জানিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। তবে তাতে আমল দেয়নি তৃণমূল সরকার। শেষ পর্যন্ত হাওড়া পুরনিগমে ভোটের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় হাওড়া সিপিআইএম। তাদের দাবি, ভোটে পরাজয় নিশ্চিৎ বুঝেই হাওড়ায় ভোট করাতে চাইছে না শোসক পক্ষ।

সেই শুনানিতেই এদিন হাওড়া পুরনিগমে দ্রুত ভোট করার নির্দেশ দিল কলকাত হাইকোর্ট। বিধানসভা ভোটের আর মাত্র বাকি তিন মাস। এখন দেখার, বিধানসভা ভোটের আগেই রাজ্য সরকার হাওড়ায় পুরনিগমের ভোট নিয়ে কী পদক্ষেপ করে।

উল্লেখ্য, কলকাতা, হাওড়া সহ রাজ্যের শতাধিক মেয়াদ উত্তীর্ণ পুরসভায় ভোট বাকি রয়েছে।

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Calcutta High Court Howrah