Advertisment

Eastern Railway: উত্তরবঙ্গ যাচ্ছেন? আগে পড়ুন এই খবর! হাওড়া-NJP রুটের গুরুত্বপূর্ণ ট্রেনের সময় বদল

North Bengal: এই মুহূর্তে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে বেড়াতে যাওয়ার হিড়িক পড়ে গিয়েছে। জ্বালা ধরানো গরমে রীতিমতো হাঁসফাঁস দশা গোটা দক্ষিণবঙ্গে। দিন কয়েকের ছুটি নিয়ে তাই অনেকেই পাহাড়ে পাড়ি জমাচ্ছেন। উত্তরবঙ্গগামী প্রতিটি ট্রেনের বুকিং কানায় কানায় পূর্ণ। বাধ্য হয়েই তাই উত্তরবঙ্গে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে অনেক পর্যটকই বাসের উপর ভরসা করছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Speed ​​of several long distance trains of Eastern Railway increased from 110 km to 130 km, একাধিক দূরপাল্লার ট্রেনের গতি বাড়াল পূর্ব রেল

Eastern Railway: ফের এক দুরন্ত কীর্তি রেলের।

Howrah-NJP Route: হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির দিকে যাওয়া যাত্রীদের জন্য বিরাট ঘোষণা রেলের। একটি গুরুত্বপূর্ণ ট্রেনের আজ সময় বদলের ঘোষণা করেছে রেল। পূর্ব রেলের তরফে রীতিমতো বিবৃতি দিয়ে এই তথ্য জানিয়ে দেওয়া হয়েছে।

Advertisment

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ডাউন লিঙ্ক ট্রেনের দেরিতে আসার কারণে, ১২০৪১ হাওড়া – নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে আজ বিকেল ৪.০৫ মিনিটে ছেড়ে য়াবে। এর আগে গুরুত্বপূর্ণ এই ট্রেনটি হাওড়া থেকে বেলা ২.২৫ মিনিটে নিউ জলপাইগুড়ির উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। যাত্রীদের অসুবিধার জন্য রেলের তরফে গভীরভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।

এই মুহূর্তে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে বেড়াতে যাওয়ার হিড়িক পড়ে গিয়েছে। জ্বালা ধরানো গরমে রীতিমতো হাঁসফাঁস দশা গোটা দক্ষিণবঙ্গে। দিন কয়েকের ছুটি নিয়ে তাই অনেকেই পাহাড়ে পাড়ি জমাচ্ছেন।

আরও পড়ুন- Digha: দুরন্ত গতিতে চলছে রথ তৈরির কাজ, দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন কবে?

উত্তরবঙ্গগামী প্রতিটি ট্রেনের বুকিং কানায় কানায় পূর্ণ। বাধ্য হয়েই তাই উত্তরবঙ্গে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে অনেক পর্যটকই বাসের উপর ভরসা করছেন।

আরও পড়ুন- Ilish: নয়া উপায়ে ইলিশ চাষে যুগান্তকারী সফলতা! ভাঁড়ার উপচে আয়, এবার বছরভর খান ইলিশ

আরও পড়ুন- Abhijit Mukherjee: ‘ঢের হয়েছে আর নয়!’ তৃণমূল ছেড়ে এবার কোন দলে যেতে চান প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ?

New Jalpaiguri shatabdi express north bengal Howrah Eastern Railway travelogue
Advertisment