scorecardresearch

লাইব্রেরিতে ভিড় টানতে নজিরবিহীন সিদ্ধান্ত হাওড়ায়

বই পড়তে চাইলেই আপনার জন্য থাকছে দারুণ সুযোগ। বিনা পয়সাতেই লাইব্রেরির সদস্যপদ পেয়ে যেতে পারেন আপনি। এই সুযোগই করে দিচ্ছে হাওড়া জেলা গ্রন্থাগার।

howrah, হাওড়া, howrah news, হাওড়ার খবর, howrah news updates, হাওড়ার খবরের আপডেটস, howrah weather, হাওড়ার আবহাওয়া, howrah library, হাওড়া লাইব্রেরি, Howrah District Library,হাওড়া জেলা লাইব্রেরি
অগ্রণী ভূমিকা নিল হাওড়া জেলা গ্রন্থাগার।ছবি: অরিন্দম বসু।

স্মার্টফোনের যুগের প্রজন্ম কি বই পড়েন? উত্তরটা হ্যাঁ হলেও মোবাইলে ই-বুকেই মন বসান জেন ওয়াইরা। কিন্তু পাতা উল্টে বই পড়ার স্বাদ বোধহয় ক্রমশ ফিকে হচ্ছে। আর সে কারণেই আজকের টেক স্যাভি প্রজন্মকে বইমুখো করতে অগ্রণী ভূমিকা নিল হাওড়া জেলা গ্রন্থাগার। বই পড়তে চাইলেই আপনার জন্য থাকছে দারুণ সুযোগ। বিনা পয়সাতেই লাইব্রেরির সদস্যপদ পেয়ে যেতে পারেন আপনি। এই সুযোগই করে দিচ্ছে হাওড়া জেলা গ্রন্থাগার। বইপ্রেমীদের কাছে এ সুযোগ নিঃসন্দেহে দুর্দান্ত বলেই মনে করছেন লাইব্রেরির কর্মীরা।

আরও পড়ুন: পুরসভার বিশেষ উদ্যোগে ট্রেড লাইসেন্স জট কাটল হাওড়ায়

কেন এই উদ্যোগ?
আজকের প্রজন্মের কাছে বইয়ের চাহিদা থাকলেও অধিকাংশ জনই ইন্টারনেটে বই পড়ছেন। ছাপানো বই পড়ার সেই নেশা কমছে আজকের পাঠকদের কাছে। ই-বুকেই তাঁরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। আগেকার দিনের মতো লাইব্রেরিতে গিয়ে বই পড়ার অভ্যেস তো একেবারে শিকেয় উঠেছে। আর তাই লাইব্রেরিগুলোও কার্যত ধুঁকছে। গ্রন্থাগারে প্রাণ ফেরাতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে হাওড়া জেলা গ্রন্থাগারের তরফে।

এ নিয়ে সম্প্রতি হাওড়া জেলা গ্রন্থাগারে জেলার সকল সরকার পোষিত গ্রন্থাগারের কর্মী ও আধিকারিকদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় সিদ্ধান্ত হয় সকল পুরনো সদস্যকে আবার নতুন করে নিখরচায় সদস্যপদ নিতে হবে। এর পাশাপাশি নিখরচায় নতুন সদস্যও নেওয়া হবে বলে হাওড়া জেলা গ্রন্থাগারসুত্রে জানানো হয়েছে। হাওড়া জেলা লাইব্রেরি অথিরিটির সদস্য নিশিথ সরকার বলেন, ‘‘মানুষকে বইমুখী করার লক্ষ্যেই রাজ্যে এই প্রথম এমন উদ্যোগ নেওয়া হয়েছে’’। বিনামূল্যে এমন সুযোগের সদ্ব্যবহার করেন কিনা পাঠকরা, এখন সেটাই দেখার।

হাওড়ার সব খবর পড়ুন এখানে

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Howrah news howrah district library