/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/07/howrah-panchla-cash-recovered.jpg)
উদ্ধার হওয়া টাকা।
পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছে। যা নিয়ে তোলপাড় রাজ্য। সেই রেশ না কাটার আগেই ফের উদ্ধার হল বান্ডিল বান্ডিল টাকা, সোনা। হাওড়ার পাঁচলায় ঝাড়খণ্ডগামী বেসরকারি গাড়ির ডিকি থেকে থেকে উদ্ধার হয়েছে টাকা ও সোনা। গাড়িতে ঝাড়খণ্ডের জামতারার বিধায়কের বোর্ড লাগানো রয়েছে। আটক করা হয়েছে ওই রাজ্যের তিন কংগ্রেস বিধায়ককে।
পুলিশ সূত্রে খবর, আগে থেকেই তাদের কাছে খবর ছিল যে, ঝাড়খণ্ডগামী একটি গাড়ি কলকাতার দিক থেকে যাবে। সেখানেই বিপুল টাকা থাকতে পারে। সেই অনুযায়ী অভিযানে নামে পাঁচলা ও সাঁকরাইল থানার পুলিশ। ৬ নম্বর জাতীয় সড়কের উপর পাঁচলা থানার রানিহাটি মোড়ের কাছে একটি কালো গাড়ি থেকে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার হয়।
এই গাড়িতে ঝাড়খণ্ডের তিনি কংগ্রেস বিধায়ক সহ মোট পাঁচজন ছিলেন বলে জানিয়েছে পুলিশ। আটক কংগ্রেস বিধায়করা হলেন, রাজেশ কাশ্যপ, নমন দীক্ষিত, ইরফান আনসারী। নথি দেখাতে পারেনি এই তিন বিধায়ক। কোথা থেকে এত টাকা নিয়ে কেন তাঁরা যাচ্ছিলেন তা নিয়ে খৌঁজখবর করছে পুলিশ।
টাকা গুনতে মেশিন আনা হয়। উদ্ধার হওয়া টাকার সব বান্ডিলই ৫০০ টাকার।
বিপুল টাকা উদ্ধারের পরপরই সোচ্চার হয়েছে তৃণমূল। টুইটে তৃণমূলের প্রশ্ন 'ইডি কি শুধুমাত্র কয়েকজন ব্যক্তির দিকে বিশেষ নজর রাখছে?'
UTTERLY SHOCKING!
Huge amounts of cash recovered from a car of @INCIndia MLA from Jharkhand - intercepted at Howrah.
Apparently, 3 INC MLAs were travelling in the car.
Is ED going after only a select few? https://t.co/adUUhW5txr— All India Trinamool Congress (@AITCofficial) July 30, 2022
শুভেন্দু অধিকারী আগেই হুঁশিয়ারি দিয়েছেন যে, মহারাষ্ট্রের মতই অবস্থা হবে রাজস্থান, ঝাড়খণ্ড, তারপর বাংলার। এদিনের গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘনটার সঙ্গে শুভেন্দুর দাবির যোগ খুঁজে পাচ্ছেন তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাটার্য। তাঁর দাবি, 'বিজেপির সরকার ফেলার চক্রান্ত। ঝাড়খণ্ডের এই তিন কংগ্রেস বিধায়ককে দিয়ে অর্থের লেনদেন শুরু হচ্ছিল। তলিয়ে দেখলেই সব বোঝা যাবে।' টুইটে তিনি লিখেছেন, 'ঘটনা ১: মহারাষ্ট্রের পর রাজস্থান আর ঝাড়খন্ডকে টার্গেট ঘোষিত করল বিজেপি। ঘটনা ২: ঝাড়খণ্ড যাওয়ার সময় তিন কংগ্রেস বিধায়ক বিপুল টাকাসহ ধরা পড়লেন হাওড়ায়। এবার ১ এবং ২ মেলান। কি বুঝছেন? আজ অগ্রিম দেওয়া হয়েছিল। আরও বিধায়ক আনতে পারলে হয়তো বাকিটা পেমেন্ট হত! কিন্তু যা!!'
ঘটনা ১: মহারাষ্ট্রের পর রাজস্থান আর ঝাড়খন্ডকে টার্গেট ঘোষিত করল বিজেপি।
ঘটনা ২: ঝাড়খণ্ড যাওয়ার সময় তিন কংগ্রেস বিধায়ক বিপুল টাকাসহ ধরা পড়লেন হাওড়ায়।
এবার ১ এবং ২ মেলান। কি বুঝছেন? আজ অগ্রিম দেওয়া হয়েছিল। আরও বিধায়ক আনতে পারলে হয়তো বাকিটা পেমেন্ট হত!
কিন্তু যা!!— Debangshu Bhattacharya Dev (@ItsYourDev) July 30, 2022