Advertisment

লাইনচ্যুত হাওড়া-পুরী ধৌলি এক্সপ্রেস, যাত্রীরা অক্ষত

নিজের গতিতে ছুটে যাচ্ছিল সকালের হাওড়া পুরী ধৌলি এক্সপ্রেস। পাঁশকুড়া স্টেশনে ঢোকার মুখেই হঠাত্ৎই লাইনচ্যুত হলে তৎক্ষণাৎ ব্রেক কষে দাঁড়িয়ে পরে ট্রেনটি। ঘটনা স্থলে পৌঁছেছে রেলের আধিকারিকরা। শুরু হয়েছে তদন্ত।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

লাইনচ্যুত ১২৮২১ হাওড়া পুরী ধৌলি এক্সপ্রেস

লাইনচ্যুত ১২৮২১ হাওড়া পুরী ধৌলি এক্সপ্রেস। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটে পাশকুঁড়া স্টেশনের কাছে। সকাল ৭.১০ নাগাদ লাইনচ্যুত হয়ে পড়ে একটি বগি। আপাতত হতাহতের খবর নেই। তবে প্রবল ঝাঁকুনিতে যাত্রীদের আহত হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্ষতিগ্রস্থ কামরাটির যাত্রীদের অন্যত্র সরানো হয়েছে।

Advertisment

জানা যাচ্ছে, স্বাভাবিক গতিতে ছুটে যাচ্ছিল সকালের হাওড়া পুরী ধৌলি এক্সপ্রেস। পাঁশকুড়া স্টেশনে ঢোকার মুখেই হঠাত্ৎই লাইনচ্যুত হলে তৎক্ষণাৎ ব্রেক কষে দাঁড়িয়ে যায় ট্রেনটি। বেলাইন হওয়ার কিছুক্ষণের মধ্যেই ঘটনা স্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

দুর্ঘটনার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বড়ো দুর্ঘটনার কবল থেকে বেঁচে যায় ট্রেনটি এমনটাই জানিয়েছেন রেলের আধিকারিকরা। এই মুহূর্তে লাইনচ্যুত হওয়া কামরা সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে। যাত্রীদের উদ্ধার করে হাওড়া থেকে যাওয়া ফলকনামা এক্সপ্রেসে তুলে দেওয়া হয়েছে। ঘটনাটর জেরে দক্ষিণ পূর্ব শাখার রেল চলাচলে কোনও প্রভাব পড়েনি বলেই জানিয়েছে রেল। ওই শাখা ছাড়া অন্যান্য শাখায় রেল চলাচলও স্বাভাবিক রয়েছে বলেই জানা যাচ্ছে।

চলতি বছরে বেশ কয়েকবার ট্রেনের লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। কয়েক মাস আগেই লাইনচ্যুত হয়েছিল ইস্পাত এক্সপ্রেস। তবে এদিন পাশকুঁড়ার কাছে কেন লাইনচ্যুত হল বগি তা খতিয়ে দেখবে রেল আধিকারিকরা।

accident
Advertisment