scorecardresearch

চাইলে সকালে গিয়ে সন্ধেতেও ফিরতে পারেন! হাওড়া-পুরী রুটে ছুটবে বন্দে ভারত

পুরী যাত্রা এবার আরও সহজ, আরও মসৃণ।

Rail happy with huge response of passengers on Howrah-New Jalpaiguri Vande Bharat Express
বন্দে ভারত এক্সপ্রেস।

পুরী যাত্রা এবার আরও সহজ, আরও মসৃণ। চাইলে একই দিনে পুরী গিয়ে ফের ফিরেও আসতে পারবেন। হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান হয়ে গেল শুক্রবারই। এবার মাত্র সাড়ে ৬ ঘণ্টাতেই হাওড়া থেকে পুরী পৌঁছে যাওয়া যাবে। শুক্রবার সকালেই হাওড়া-পুরী রুটে বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান হয়ে গেল।

এর আগে হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছে। ইতিমধ্যেই সেমি হাইস্পিড এই ট্রেন পর্যটকদের দারুণ পছন্দের হয়েছে। হাওড়া থেকে পুরী পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস চালানো নিয়ে রেলের অন্দরে আলোচনা বেশ কয়েক মাস ধরেই চলছিল। এবার তা বাস্তবায়নের পথে। হাওড়া থেকে পুরী পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান হয়ে গেল শুক্রবার সকালেই।

আরও পড়ুন- বাস ভাঙচুর, মারামারি, উত্তরবঙ্গের ৮ জেলায় BJP-র ডাকা বনধের মিশ্র প্রভাব

এদিন হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেস পুরীর উদ্দেশে ছেড়ে যায় সকাল ৬.১০ মিনিটে। ট্রেনটি পুরীতে পৌঁছে যাওয়ার কথা দুপুর ১২.৩৫ মিনিটে। অর্থাৎ, মাত্র ৬ ঘণ্টা ২৫ মিনিটেই হাওড়া থেক পুরী পৌঁছে যাওয়া যাবে। রেল সূত্রে জানা গিয়েছে, এদিন এই ট্রায়াল রান সফল হলে দ্বিতীয়বারের জন্য ফের একটি ট্রায়াল রান হবে।

সেই ট্রায়াল রানটিও সম্ভবত আর দিন কয়েকের মধ্যেই হবে। সফলভাবে দুটি ট্রায়াল রান শেষ হলে মে মাস থেকেই হাওড়া-পুরী রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়ে যেতে পারে বলে রেল সূত্রের খবর।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Howrah puri vabnde bharat express trial run begans