বৃহস্পতিবার সূচনা যাত্রা। আর শনিবার (২০ মে, ২০২৩) থেকে যাত্রী নিয়ে পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস চলাচল শুরু হচ্ছে। আজ, বুধবার থেকে টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে। এই সেমি হাইস্পিড এক্সপ্রেসে করে সৈকত নগরী পৌঁছনো যাবে মাত্রা সাড়ে ৬ ঘন্টায়।
পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের ভাড়া কত?
এই এক্সপ্রেস ট্রেনটি ১৬ কামরার। সাধারণ এবং এগজ়িকিউটিভ ক্লাস- এই দু’টি শ্রেণি থাকবে। বন্দে ভারতের চেয়ার কারে হাওড়া থেকে পুরী যেতে খরচ পড়বে ১,২৬৫ টাকা। এগজিকিউটিভ ক্লাসে ভাড়া ২,৪২০ টাকা। এই দুই স্তরের ভাড়তেই খাবারের দাম অন্তর্ভুক্ত রয়েছে। খাবার না নিলে চেয়ার কারে খরচ পড়বে ১,১৬০ টাকা এবং এগজিকিউটিভ ক্লাসে ২,২৮০ টাকা।
সপ্তাহে ক'দিন চলবে?
বৃহস্পতিবার ছাড়া সপ্তাহে বাকি সব দিনই পুরী হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস চলাতচল করবে।
কখন ছাড়বে ও পৌঁছবে?
হাওড়া থেকে সকাল ৬টা ১০ মিনিটে ২২৮৯৫ বন্দে ভারত এক্সপ্রেস পুরীর উদ্দেশে ছাড়বে। পুরী পৌঁছবে দুপুর ১২টা ৩৫ মিনিটে। আবার একই দিনে পুরী থেকে দুপুর ১টা ৫০ মিনিটে হাওড়া মুখী যাত্র শুরু করবে বন্দে ভারত। হাওড়া পৌছবে রাত ৮টা ৩০ মিনিটে। অর্থাৎ মাত্রা সাড়ে ৬ ঘণ্টাতেই হাওড়া থেকে পুরী পৌঁছনো যাবে।
হাওড়া-পুরীর মাঝে কোন কোন স্টেশনে স্টপেজ?
বালেশ্বর, ভদ্রক, জাজপুর, কেওনঝড়, কটক, ভুবনেশ্বর, খুরদা রোড স্টেশনে দাঁড়াবে এই ট্রেনটি।
কত গতিতে চলবে ট্রেন?
হাওড়া পুরী শাখায় বন্দে ভারতের গতিবেগ হবে ঘণ্টায় ৭৭ কিমি। সর্বোচ্চ বেগ হবে ঘণ্টায় ১৩০ কিমি।
আরও পড়ুন- ‘সুপার-ডুপার হিট’ হাওড়া-এনজেপি বন্দে ভারত, ভাঁড়ার উপচে আয় রেলের