বাঙালির প্রিয় পর্যটন গন্তব্য পুরী যাত্রা এবার আরও কম সময়ে। চালু হতে চলেছে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। আগামী বৃহস্পতিবার সোমবার (১৮ মে) থেকেই চাকা গড়াবে হাওড়া-পুরী সেমি-হাইস্পিড ট্রেন বন্দে ভারতের। এই ট্রেন যাত্রার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের চূড়ান্ত সময়সূচি বা কোন কোন স্টেশনে দাঁড়াবে, সেই সংক্রান্ত কোনও তথ্য ভারতীয় রেলের তরফে এখনও জানানো হয়নি। এ নিয়ে মুখ খোলেনি দক্ষিণ-পূর্ব রেল বা পূর্ব উপকূলীয় রেল (ইস্ট-কোস্ট রেলওয়ে)। তবে জানানো হয়েছে যে, হাওড়া থেকে নয়, সূচনালগ্নে পুরী বা ভুবনেশ্বর থেকে ছাড়বে প্রথম ট্রেন। দুপুর দেড়টা নাগাদ হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম ট্রেন যাত্রা শুরু করবে।
আরও পড়ুন- কয়েক ঘণ্টাতেই বিরাট শক্তিতে আছড়ে পড়বে ‘মোকা’, বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়
রেলের থেকে পাওয়া খবর অনুসারে, সকাল ৬ টা ১০ মিনিটে হাওড়া থেকে যাত্রা শুরু করবে পুরী-মুখী বন্দে ভারত এক্সপ্রেস। পুরী পৌঁছতে সময় লাগবে ৬ ঘণ্টা ২৫ মিনিট। অন্যদিকে, পুরী থেকে দুপুর ১ টা ৫০ মিনিটে বন্দে ভারত এক্সপ্রেস হাওড়ার উদ্দেশে রওনা দেবে, পৌঁছবে রাত সাড়ে ৮টায়। ফেরার পথে বন্দে ভারতের এক্সপ্রেসের সময় লাগবে ৬ ঘণ্টা ৪০ মিনিট।
মাঝে খড়্গপুর, বালাসোর, ভদ্রক, কটক, ভুবনেশ্বর এবং খুরদায় স্টপেজ দেবে বন্দে ভারত এক্সপ্রেস। ৫০০ কিলোমিটার এই যাত্রাপথে ট্রেনটির গড় গতিবেগ ঘণ্টায় ৭৭ কিলোমিটার এবং সর্বোচ্চ ১৩০ কিলোমিটার থাকবে।
তীর্থ ও পর্যটন কেন্দ্র হিসাবে বাঙালিদের কাছে পুরীর বিপুল জনপ্রিয়তা। তা বিবেচনা করেই ওই রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু করার সিদ্ধান্ত নেয় ভারতীয় রেল। সম্প্রতি হাওড়া-পুরী রুটে বন্দে ভারতের ট্রায়াল রান সম্পূর্ণ হয়। এরপরই শোনা গিয়েছিল যে, চলতি মাসেই হাওড়া-পুরী রুটে বন্দে ভারত চালু হয়ে যাবে। সেই অপেক্ষারই অবসান হতে চলেছে।