scorecardresearch

বড় খবর

বৃষ্টিতে নাকাল সাঁতরাগাছি, ভোগান্তিতে সাধারণ মানুষ

বর্ষা হলেই কার্যত সমুদ্রের রূপ নেয় সাঁতরাগাছি আন্ডারপাস ও সংলগ্ন এলাকা। অথচ এই পথেই ট্রেন থেকে নেমে বাস ধরে গন্তব্যে পৌঁছতে হয় কয়েক হাজার নিত্য যাত্রীকে

বৃষ্টিতে নাকাল সাঁতরাগাছি, ভোগান্তিতে সাধারণ মানুষ
বর্ষার সময় এমনভাবেই পারাপার করতে হয় সাঁতরাগাছির মানুষকে। ছবি- অরিন্দম বসু

প্রতিবছর বর্ষায় ঠিক এক ছবি সাঁতরাগাছিতে। বর্ষা হলেই কার্যত নদীর রূপ নেয় সাঁতরাগাছি আন্ডারপাস ও সংলগ্ন এলাকা। অথচ এই পথেই ট্রেন থেকে নেমে বাস ধরে গন্তব্যে পৌঁছতে হয় কয়েক হাজার নিত্যযাত্রীকে। গত দু’দিনের বৃষ্টিতে ফের সেই চিত্রই সামনে এলো আবার। জলের তলায় চলে গেছে পথের বেশিরভাগ অংশ। এমনকি নিত্যযাত্রীদের জন্য বিশেষভাবে হেঁটে যাওয়ার যে রাস্তা সেখানকার ছবিও প্রায় এক।

জমা জল পেরিয়ে যেতে হচ্ছে নিত্যদিনের অফিস যাত্রীদের। ছবি- অরিন্দম বসু

বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টিতে প্রায় এক ফুটেরও বেশি জলে কার্যত ভেসে গেল সাঁতরাগাছির এই আন্ডারপাসটি। নোংরা জমা জল পেরিয়ে পেডিস্টেরিয়ান ওয়েতে পৌঁছাতে বেশ বেগ পেতে হচ্ছে সাধারণ মানুষকে। বিগত বেশ কয়েক বছর ধরেই অফিস যাত্রীদের সংখ্যা বেড়েছে সাঁতরাগাছিতে। তাঁর প্রধান কারণ অবশ্য স্বল্প সময়ে কলকাতা পৌঁছনো। আসলে এই সাঁতরাগাছি হয়ে দ্বিতীয় হুগলি সেতু পার হয়ে অল্প সময়ের মধ্যেই কলকাতায় পৌঁছোনো যায়। সেই কারণেই দিনে দিনে অফিস যাত্রীদের কাছে বেড়ে চলেছে সাঁতরাগাছির চাহিদা।

আরও পড়ুন- ২০০ বছরের পুরানো ছাপাখানার খোঁজ মিলল হাওড়ায়

চাহিদার তুঙ্গে থাকা এমন জায়গার এহেন অবস্থায় ভোগান্তিতে নিত্যযাত্রীরা। এমনকী, দক্ষিণ-পূর্ব রেলের সাঁতরাগাছি স্টেশনে ট্রেন থেকে নেমে বাস ধরতে যাওয়ার একমাত্র পথটিও চলে গেছে জলের তলায়। গাড়ি চলাচল করলে উঠছে ঢেউ। সাঁতরাগাছির আন্ডারপাসের এমন অবস্থা প্রসঙ্গে হাওড়ার পুর কমিশনার তথা পুর প্রশাসক বিজিন কৃষ্ণ বলেন, “রেল, পি ডব্লিউ ডি (রোডস), পি ডব্লিউ ডি হাইওয়ে ডিভিশন ও হাওড়া পুরসভা একযোগে ইতিমধ্যেই তিন বার এলাকাটি পর্যবেক্ষণ করেছে। জল জমা রুখতে কী কী পদক্ষেপ করা যায় তা নিয়ে বিশদে আলোচনা চলছে। ইতিমধ্যেই অতিরিক্ত পাম্প লাগিয়ে জল নামানোর কাজ শুরু করেছে পুরসভা”।

জমা জলে উঠছে ঢেউ। ছবি- অরিন্দম বসু

আরও পড়ুন- মদ্যপানের প্রতিবাদ করতে গিয়ে হাওড়ায় আক্রান্ত প্রাক্তন বক্সার

বৃষ্টিতে জলা জমা প্রসঙ্গে পুরসভা সূত্রে জানানো হয়, “ভোটবাগান এলাকা, বেলিলিয়াস লেন এলাকা প্রায় ৮ইঞ্চি জলের তলায় রয়েছে। কুচিল সরকার লেনের কিছু অংশেও জমেছে জল। তবে জল জমার জন্যে কুখ্যাত জয়সওয়াল হাসপাতাল সংলগ্ন এলাকায় যদিও এই বৃষ্টিতে জল জমেনি। এছাড়াও প্রতি বছর বর্ষাকালে জলের তলায় থাকা বেলগাছিয়ায় এবারে সামান্য জল জমলেও কয়েক ঘন্টার মধ্যেই তা নেমে গেছে বলে পুরসভা সূত্রে জানানো হয়েছে।

হাওড়া জেলার আরও খবর পড়ুন এখানে

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Howrah rain water logging problem in santragachi