Advertisment

Howrah Train Accident: বিরাট ট্রেন দুর্ঘটনা হাওড়ায়, লাইনচ্যুত তিরুপতি এক্সপ্রেস, ব্যাহত পরিষেবা, চূড়ান্ত দুর্ভোগে যাত্রীরা

Howrah Train Accident: ডাউন তিরুপতি এক্সপ্রেসে ধাক্কা পার্সেল ভ্যানের। যার ফলে মোট ৩টি বগি লাইনচ্যুত হয়। যার জেরে সাঁতরাগাছি-শালিমার রুটে ট্রেন চলাচল ব্যহত হয়েছে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Howrah Train Accident:

প্রজাতন্ত্র দিবসের দিনেই হাওড়ায় ট্রেন দুর্ঘটনা। Photograph: (ফাইল ছবি)

Howrah Train Accident: প্রজাতন্ত্র দিবসের দিনেই হাওড়ায় ট্রেন দুর্ঘটনা। লাইনচ্যুত দুটি ট্রেন। সাঁতরাগাছি এবং শালিমার স্টেশনের মধ্যে দুটি ট্রেনের পাশাপাশি সংঘর্ষ। জানা গিয়েছে সাঁতরাগাছি-তিরুপতি এক্সপ্রেস সাঁতরাগাছি থেকে শালিমার যাচ্ছিল। সেই সময় ডাউন তিরুপতি এক্সপ্রেসে ধাক্কা পার্সেল ভ্যানের। যার ফলে মোট ৩টি বগি লাইনচ্যুত হয়। যার জেরে সাঁতরাগাছি-শালিমার রুটে ট্রেন চলাচল ব্যহত হয়েছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছেন রেলের  আধিকারিকরা। দক্ষিণ পূর্ব রেলে দুর্ঘটনার জেরে ব্যহত হয়েছে পরিষেবা। 

Advertisment

ট্র্যাক বদলের সময় দুটি ট্রেনের গায়ে গায়ে ধাক্কা। যাত্রী না থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। তবে দুর্ঘটনা এড়ানোর গেলেও সামনে এসেছে রেলের গাফিলতির বিষয়টি। দুর্ঘটনা জেরে শালিমার-সাঁতরাগাছি লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। পাশাপাশি দুটি ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, সাঁতরাগাছি-তিরুপতি এক্সপ্রেস পদ্মপুকুর হয়ে রেল ইয়ার্ড হয়ে শালিমারের দিকে যাচ্ছিল। ক্রসিং পেরোনোর সময় গায়ে গায়ে ধাক্কা লাগে দুটি ট্রেনের। যাত্রী না থাকায় বড়সড় ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

গোটা বিষয়ের তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার জেরে তিরুপতি এক্সপ্রেসের ৫ এবং ৬ নম্বর বগি লাইনচ্যুত হয়েছে। পাশাপাশি লাইনচ্যুত হয়েছে পার্সেল ভ্যানের একটি বগি। দুর্ঘটনার খবর পেয়েই রেলের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। লাইনচ্যুত বগিগুলি ইতিমধ্যতেই সরানোর কাজ শুরু হয়েছে। কীভাবে ঘটল দুর্ঘটনা? সিগন্যাল ব্যবস্থার ত্রুটি নাকি চালকের ভুল,  তা খতিয়ে দেখতে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে রেল। ট্রেন চলাচল দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Advertisment