Bengal HS Result 2021: উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের পর থেকেই জেলায় জেলায় অব্যাহত বিক্ষোভ। এই আবহে সোমবার বড়সড় ঘোষণা করলেন সংসদ সভাপতি মহুয়া দাস। মাধ্যমিকের পথে হেঁটে উচ্চমাধ্যমিকেও সব পরীক্ষার্থীকে কৃতকার্য ঘোষণা করা হল। অর্থাৎ ১০০% পাশের সিদ্ধান্ত নিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। মানবিকতার খাতিরেই এই সিদ্ধান্ত। সোমবার মন্তব্য করেন সংসদ সভাপতি। এদিন দুপুরে বিদ্যাসাগর ভবনে মহুয়া বলেন, ‘‘আমাদের সরকার মানবিক। তাই কোভিড পরিস্থিতি বিবেচনা করে পড়ুয়াদের পাশ করিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’
ফল ঘোষণার দিন দেখা গিয়েছে, এ বছর উচ্চ মাধ্যমিকে পাশের হার প্রায় ৯৮ শতাংশ। ২% পড়ুয়া অকৃতকার্য হয়েছে। অর্থাৎ সংখ্যার বিচারে প্রায় ১৮ হাজার পড়ুয়া। সেই ফলকে হাতিয়ার করেই রাজ্যজুড়ে শুরু হয় বিক্ষোভ। পরীক্ষা যেখানে হয়নি কীসের বিচারে পরীক্ষার্থীরা অকৃতকার্য হল? এই দাবিতে জেলায় জেলায় শুরু হয় বিক্ষোভ-আন্দোলন।যদিও সংসদের তরফে ঘোষণা ছিল, ফলে অখুশি থাকলে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষায় বসা যাবে। কিন্তু তাতেও কমেনি বিক্ষোভ।
পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, মধ্যস্থতা করতে নবান্নে তলব করা হয় সংসদ সভাপতি মহুয়া দাসকে। তাঁর সঙ্গে কথা বলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেই বৈঠকের পরেই সোমবার সব পড়ুয়াদের পাশ করিয়ে দেওয়ার কথা ঘোষণা করলেন সংসদ সভানেত্রী।
তবে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ ঘিরে বিক্ষোভে সংসদের কোনও দায় নেই। এই দাবি করে মহুয়া দাস বলেন, ‘পরীক্ষার ফর্ম ফিলআপ করেনি, অথচ বিক্ষোভে নেমেছে, এমন পড়ুয়াও আছেন। বিজ্ঞান বিভাগের পাশ নম্বর ২১। কলা বিভাগের ২৪। কিন্তু অনেক পড়ুয়ার প্রাপ্ত নম্বর এক সংখ্যাও পেরোয়নি। প্র্যাকটিক্যালে শূন্য পেয়েছেন অনেকেই। স্বাভাবিক ভাবেই মূল্যায়ন করতে গিয়ে পাশ করানো যায়নি তাঁদের।’’
সংসদ সভাপতি জানান, মাধ্যমিকের ৪০ শতাংশ, একাদশের ৬০ শতাংশ এবং প্র্যাক্টিক্যালের প্রাপ্ত নম্বর মিলিয়ে উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন হবে। এই সমীকরণ আগেই স্কুলগুলিকে জানিয়ে দেওয়া হয়েছিল। সেইমতো স্কুল যে নম্বর পাঠিয়েছে, তার ভিত্তিতেই এই মূল্যায়ন। এমনকি, প্রাপ্ত নম্বরে কোথাও অসঙ্গতি ধরা পড়লে, পুনর্মূল্যায়নের আবেদন জানানোর সুযোগও দেওয়া হয়েছিল।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন