scorecardresearch

শহরে আবার ‘যকের ধন’! গাড়ি খুলতেই উদ্ধার কোটি কোটি টাকা

গ্রেফতার করা হয়েছে রাজেশ আগরওয়াল নামে নিউ আলিপুরের এক বাসিন্দাকে।

police,kolkata police,Money recovered,KOLKATA,Kolkata money recovered,DISTRICT
খাস কলকাতার পার্ক স্ট্রিট এলাকায় গাড়ি থেকে উদ্ধার নগদ কোটি কোটি টাকা।

শহরে ফের হদিশ মিলল যকের ধনের। খাস কলকাতার পার্ক স্ট্রিট এলাকায় গাড়ি থেকে উদ্ধার নগদ কোটি কোটি টাকা। কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স এবং লালবাজারের গুন্ডাদমন শাখার অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা। প্রথমে উদ্ধার হয়েছিল ৫০ লক্ষ টাকা। পরে জানা যায় উদ্ধার হওয়া টাকার পরিমাণ ১ কোটি ৩ লক্ষ ৪৪ হাজার ৪০০ টাকা। গ্রেফতার করা হয়েছে রাজেশ আগরওয়াল নামে নিউ আলিপুরের এক বাসিন্দাকে।

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে পার্ক স্ট্রিটে একটি গাড়িকে আটকায় থামায় পুলিশ। গাড়ির ডিকি খুলতেই চোখ কপালে ওঠে পুলিশের। উদ্ধার হয় যকের ধন। দুহাজার টাকার নোটের বান্ডিলে ছয়লাপ ছিল ডিকি। কার টাকা, কী কারণে এত নগদ টাকা তা জিজ্ঞেস করাতে তার কোনও সদুত্তর না পেয়ে গাড়িতে থাকা ব্যবসায়ী রাজেশ আগরওয়ালকে গ্রেফতার করে পুলিশ। সোমবার বিকেল পৌনে পাঁচটা নাগাদ পার্ক স্ট্রিট দিয়ে গাড়িটি যাচ্ছিল।

খবর পাওয়া যায়, গাড়িতে করে টাকা পাচার হচ্ছে। এত টাকা কার, কোথা থেকে এল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা জানতে রাজেশ আগরওয়ালকে পার্ক স্ট্রিট থানা নিয়ে এসে জেরা করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন মমতার ‘লুঠেরা সরকার’কে কোন শর্তে টাকা দিতে রাজি কেন্দ্র? জানালেন মোদীর মন্ত্রী

কয়েকদিন আগেই গড়িয়াহাটে গাড়ি থেকে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ নগদ টাকা। প্রসঙ্গত, পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হওয়ার পর কয়েক দিন ধরেই কলকাতা থেকে জেলায় জেলায় একাধিক জায়গায় টাকা উদ্ধার করছে পুলিশ। বালিগঞ্জ, বড়বাজার একাধিক জায়গা থেকে উদ্ধার হয় কাঁড়ি কাঁড়ি টাকা।

তবে ধৃত ব্যক্তির পিছনে কোনও প্রভাবশালী ব্যক্তি রয়েছেন কি না তার খোঁজ চালাচ্ছে পুলিশ। বিরোধীদের দাবি, রাজনৈতিক ব্যক্তিত্বের যোগ থাকতে পারে এই টাকা উদ্ধারের সঙ্গে।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Huge cash worth rs 1 crore recovered from car in kolkata