/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/Biswakarma-Puja-p.jpg)
বিশ্বকর্মা পুজো ঘিরে উন্মাদনা শিল্পনগরী হলদিয়ায়।
শিল্পনগরী হলদিয়ায় এবারও জমজমাট বিশ্বকর্মা পুজো। ছোট-বড় প্রতিটি কারখানায় শিল্পের দেবের আরাধনা। গতকাল থেকেই সেজে উঠেছে গোটা শিল্পশহর। রঙিন আলোয় সেজেছে নগরী। আজ সকাল থেকে ধুমধাম করে পুজো শুরু মহা সমারোহে।
হলদিয়ার বিশ্বকর্মা পুজো বরাবরই চর্চায় থেকেছে। এখানে টানা কয়েকদিন ধরে মহাসমারোহে পালিত হয় বিশ্বকর্মা পুজো। একের পর এক থিমের মণ্ডপ নজর কাড়ছে। শুধু মণ্ডপসজ্জাই নয়, অভিনবত্বের ছোঁয়া রয়েছে ঠাকুরেও।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/Biswakarma-Puja-1.jpg)
শিল্পশহর হলদিয়ার প্রায় প্রতিটি অলিতে-গলিতেই বিশ্বকর্মা পুজো হয়। মাঝে করোনাকালের পরপর ২ বছর হলদিয়ায় বিশ্বকর্মা পুজোর আনন্দে ভাঁটা পড়েছিল। তবে তারপর থেকে ফের ছন্দে ফিরেছে হলদিয়া। এবারও একের পর এক তাক লাগানো বিশ্বকর্মা পুজো সাড়া ফেলে দিয়েছে শিল্প শহরে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। বিশ্বকর্মা পুজো দিয়েই দুর্গাপুজোর দিন গোণা শুরু হয়।
আরও পড়ুন- তেহট্টে আবারও উড়ল লাল নিশান, বাকিদের ধারে কাছেই ঘেঁষতে দিল না বামেরা
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/Biswakarma-Puja-2.jpg)
এবছর হলদিয়ায় বেশ কয়েকটি বড় বাজেটের বিশ্বকর্মা পুজোর আয়োজন হয়েছে। হলদিয়া পেট্রোকেমিক্যালসের পুজোয় এবার শুধুই সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, থাকছে অন্য চমকও। বিশ্বকর্মা পুজোয় সামাজিক একাধিক কর্মসূচি গ্রহণ করা হচ্ছে কর্তৃপক্ষের তরফে। ডেঙ্গি, বৃক্ষরোপণ, বস্ত্র বিতরণ ছাড়াও বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হচ্ছে কর্তৃপক্ষের তরফে। সব মিলিয়ে বিশ্বকর্মা পুজোর হাত ধরেই শিল্প শহরের ফিকে হওয়া জৌলুস যেন ফিরেছে।
আরও পড়ুন- ‘পরেরবার রসগোল্লা নিয়ে আসব’, বার্সেলোনায় প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
বিশ্বকর্মা পুজো দেখতে ফি বার কাতারে-কাতারে দর্শনার্থীদের ভিড় থাকে শিল্প শহরে। এবারও আজ সকাল থেকেই হলদিয়ার বিভিন্ন বিশ্বকর্মা পুজোর মণ্ডপে ভিড় বাড়ছে দর্শনার্থীদের। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্ত তো বটেই, এমনকী পড়শি জেলা থেকেও হলদিয়ার বিশ্বকর্মা পজো দেখতে ভিড় বাড়ছে সাধারণ মানুষের।