ভোটের আগে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের কৃতী খেলোয়াড়দের সম্মান প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, '৫৩টি প্রকল্পের উদ্বোধন করলাম। একটি অনুষ্ঠান থেকেই ৭২ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করা হল। ৩ লাখ ২৯ হাজার কর্মসংস্থান হবে। আগামী ৫ বছরের মধ্যে দেড় কোটি কর্মসংস্থান হবে।'
Advertisment
এছাড়াও প্রাক্তন প্রায় ২ হাজার খেলোয়াড়কে মাসিক হাজার টাকা করে পেনশন দেওয়ার আশ্বাস দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১০০ জন ছেলেমেয়েকে স্পনসর করবে রাজ্য।
বাংলা আজ সব বিনিয়োগের সেরা গন্তব্য বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রকে বিঁধে এদিন মমতা বলেন, 'সারা ভারতে ৪০ শতাংশ বেকারত্ব বেড়েছে, বাংলায় ৪০ শতাংশ দারিদ্রতা কমেছে। কোভিড, আমফানের দিনগুলো দেখেছি। বাংলাই আজকে সারা পৃথিবীর গন্তব্যস্থল। আমাদের ছেলেমেয়েদের প্রতিভা রয়েছে।'
মুখ্যমন্ত্রীর বক্তব্যে ক্লাবগুলোকে রাজ্য সরকারের অনুদানের প্রসঙ্গ উঠে আসে। তাঁর কথায়, '৩ বছরে ১ লাখ করে ২৬ হাজার ক্লাবকে সাহায্য করেছে রাজ্য সরকার। ৩৪টি ক্রীড়াসংস্থাকে ৫ লাখ টাকা করে আর্থিক সাহায্য করেছে। ৮ হাজার ২৮৯ ক্লাবকে ৮২ কোটি ৮৯ লক্ষ অনুদান দেওয়া হচ্ছে। ৯৪৭টি স্পোর্টস কোচিং ক্যাম্পকে ১ লাখ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে।'
Advertisment
ক্লাবগুলোকে কেন আর্থিক সাহায্য করা হবে তানিয়ে বিরোধিরা প্রশ্ন তুলেছেন। মামলা পর্যন্ত হয়েছে আদালতে। মুখ্যমন্ত্রীর যুক্তি, 'ক্লাবগুলোকে সহায়তা নিয়ে অনেকে রাগারাগি করেন। কিন্তু মনে রাখবেন বিপদে এই ক্লাবগুলোই মানুষের পাশে দাঁড়ায়।'
ক্রীড়াক্ষেত্রে এবার রাজ্যের তরফে ১৬ জনকে ‘খেল সম্মান’, ২৬ জনকে ‘বাংলার গৌরব’, সাতজনকে ‘ক্রীড়াগুরু’, একজনকে ‘জীবনকৃতি’ পুরস্কার দেওয়া হয়েছে।
হকির অ্যাস্ট্রোটার্ফের জন্য ২০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। পাশাপাশি বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের দ্রুত আরোগ্যও কামনা করেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন