/indian-express-bangla/media/media_files/2025/02/11/fPMToe8dYnM4sQzXwTD0.jpg)
তেলেঙ্গানা থেকে ঝাড়খণ্ড নিয়ে যাওয়ার পথে রামপুরহাট থেকে উদ্ধার বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট। Photograph: (আশীষ মন্ডল)
Ammonium Nitrate Recovered in Bengal's Birbhum: তেলেঙ্গানা থেকে ঝাড়খণ্ড নিয়ে যাওয়ার পথে রামপুরহাট থেকে উদ্ধার বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট। প্রায় ১৬ হাজার কেজি বিস্ফোরক আটক করেছে রামপুরহাট থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে চালক-খালাসি সহ মোট ২ জনকে। ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে প্রচুর পরিমাণে বিস্ফোরক বোঝাই লরি আটক করল বীরভূমের রামপুরহাট থানার পুলিশ। বিস্ফোরক বহন করার অভিযোগে আটক করা হয়েছে ২ জনকে। তাদের জিজ্ঞাসাবাদ করে বিস্ফোরক ঠিক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তেলেঙ্গানা রাজ্যের সাঙ্গারেড্ডি জেলার কোন্ডাপুর মণ্ডলের কোনাপুর গ্রামের বালাজি এন্টারপ্রাইজ থেকে ১৬ চাকার লরিতে বিস্ফোরক বোঝাই করে নিয়ে আসা হচ্ছিল। লরিতে ৩২০ ব্যাগ অ্যামোনিয়াম নাইট্রেট বোঝাই করা হয়েছিল। প্রতিটি বাগের ওজন ৫০ কেজি। মোট ১৬০০০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট গাড়িতে ছিল বলে পুলিশের দাবি।
সোমবার রাত্রি ১০ টা নাগাদ মনসুবা মোড়ে সূত্র মারফৎ পুলিশ জানতে পেরে ট্র্যাকটিকে আটক করে। এরপরেই গাড়িটিতে তল্লাশি চালিয়ে বিস্ফোরক নজরে আসে পুলিশের। ব্যাগের ব্যাচ নম্বর গুলো মুছে ফেলে হয়েছিল আগেই। কাগজপত্রে যথেষ্ট অসঙ্গতি দেখতে পেয়েছে পুলিশ।
বিস্ফোরক বোঝাই ব্যাগ ঝাড়খণ্ডের দেওঘর জেলার সিরসিয়া এলাকায় নামানোর কথা ছিল। সেই মতো রামপুরহাট শহর ঢোকার আগে ১১৪এ মনসুবা বাইপাস ধরে ঝাড়খণ্ড যাওয়ার চেষ্টা করেছিল গাড়ির চালক। কিন্তু তার আগেই পুলিশের জালে ধরা পড়ে যায় লরিটি। পুলিশ গাড়ির চালক এবং খালাসিকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রজু করেছে পুলিশ।