Advertisment

Digha: মকর সংক্রান্তিতে অভূতপূর্ব দৃশ্য দিঘায়! সমুদ্রনগরীর এমন আশ্চর্য্য রূপের চর্চা তুঙ্গে!

Digha: বাঙালির বেড়াতে যাওয়ার তালিকায় বরাবরই উপরের দিকেই থাকে সমুদ্রনগরী দিঘা। দিঘার আনাচ-কানাচ বাঙালির বড্ড চেনা। কর্মব্যস্ত জীবন থেকে দিন কয়েকের ফাঁক পেলেই বাঙালির একটি বড় অংশ আজও দিঘায় পাড়ি জমান। মকর সংক্রান্তিতে এই দিঘাতেই দেখা গেল দারুণ এক ছবি। দিঘার সমুদ্র সৈকতের এমন রূপ দেখে হতবাক এলাকার ছোট-বড় ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের অনেকে।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
Purba Medinipur Digha Makar Sankranti 2024 পূর্ব মেদিনীপুর দিঘা মকর সংক্রান্তি

Digha: দিঘার সমুদ্র সৈকত।

Digha: আজ মকর সংক্রান্তি। সূর্যদেবকে প্রণাম করে পুণ্যর্জনের মহতী ছবি রাজ্যের দিকে-দিকে। গঙ্গাসাগর মেলায় (Gangasagar Mela 2024) লক্ষ লক্ষ পুন্যার্থীর উপচে পড়া ভিড়। সংক্রান্তির পুণ্যক্ষণে সমুদ্রনগরী দিঘাতেও দেখা গেল অভূতপূর্ব এক ছবি। যা দেখে হতভম্ব এলাকার ছোট-বড় ব্যবসায়ী, হোটেলমালিক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারাও।

Advertisment

মকর সংক্রান্তির (Makar Sankranti) পুণ্য তিথিতে বিপুল ভিড় দিঘায় (Digha)। দিঘার সমুদ্র সৈকতে (Sea Beach) যেন জনপ্লাবন। কাতারে কাতারে পর্যটকের (Tourists) উপচে পড়া ভিড়ে সমুগ্রনগরী দিঘা গমগম করছে। সোমবার সকালে নিউ দিঘার (New Digha) সমুদ্র সৈকতে থিক থিকে ভিড়। বিপুল ভিড়ে ঠাসা দিঘার সি-বিচে গা গলানোর উপায় নেই। দিঘার সমুদ্র সৈকতে এদিন পুণ্যস্নান সরাতে দেখা গেল পর্যটকদের অনেককে।

publive-image

ভিড়ে ঠাসা দিঘার সমুদ্র সৈকত।

পর্যটকদের পাশাপাশি স্থানীয় মানুষদেরও এদিন দিঘার সমুদ্রে পুণ্যস্নান সারতে দেখা গিয়েছে। এদিকে দিঘায় এই বিপুল ভিড়ের আভাস পেয়ে স্থানীয় প্রশাসনও এদিন আগেভাগে একগুচ্ছ ব্যবস্থা নিয়েছিল। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে দিঘা থানার তরফেও পর্যাপ্ত সুরক্ষার বন্দোবস্ত করা হয়েছে। সমু্দ্র সৈকতে পুলিশ ও অন্য নিরাপত্তাকর্মীদের কড়াকড়ি চোখে পড়ার মতো। সেই সঙ্গে জলপথেও স্পিড বোটে টহল দিতে দেখা গিয়েছে সুরক্ষাকর্মীদের।

আরও পড়ুন- Shantiniketan:অভূতপূর্ব তৎপরতা! কোপাই বাঁচাতে বিশ্বভারতীর অধ্যাপকদের সাড়াজাগানো প্রয়াস চর্চায়!

publive-image

মকর সংক্রান্তির সকালে দিঘার সমুদ্র সৈকতে বিপুল ভিড় পর্যটকদের। অনেকেই সারলেন পুণ্যস্নান।

আরও পড়ুন- Book Fair: জীবনের ইস্পাতসম কঠিন-দুরূহ অঙ্কেরও নিমেষে সমাধান! ‘অঙ্কের দাদু’র অভূতপূর্ব কীর্তি চমকে দেবে!

এক কথায় মকর সংক্রান্তির দিনে ভিড়ে ঠাসা দিঘা। হোটেলগুলির ঘরও কানায় কানায় পূর্ণ। এই ভিড়ের সুযোগে অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণেও সচেষ্ট প্রশাসন। দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের (DSDA) তরফে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। দিঘা বেড়াতে গিয়ে যে কোনও ধরনের সমস্যায় পড়লে পর্যটকরা যোগাযোগ করতে পারেন 7501295001 নম্বরে।

Purba Medinipur West Bengal Makar Sankranti Tourist Digha Tourists in Digha
Advertisment