Advertisment

স্ত্রীকে প্রাণে মারতে এ কী করল স্বামী! নৃশংস-কাণ্ড জানলে ঘুম উড়বে!

জমি বেচে জামাইকে পণ দিয়েছিলেন শ্বশুর-শাশুড়ি। তাতেও থামেনি অত্যাচার।

author-image
IE Bangla Web Desk
New Update
Husband tried to kill his wife

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ভালোবাসার দিনেই ভালোলাগার সঙ্গীকে খুনের চেষ্টা। ধারালো অস্ত্রের কোপে স্ত্রীকে প্রাণে মেরে ফেলার চেষ্টা স্বামীর। আক্রান্ত গৃহবধূর অভিযোগের ভিত্তিতে তাঁর স্বামীকে শ্রীঘরে পুরেছে পুলিশ। আহতের চিকিৎসা চলছে হাসপাতালে।

Advertisment

ভ্যালেন্টাইন্স ডে'র দিন স্ত্রীকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে এই ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের চাঁচোলের নেতাজি মোড় এলাকায়। প্রকাশ্যে ওই মহিলাকে রক্তাক্ত অবস্থায় দেখে আশপাশের লোকজন অভিযুক্তকে ধাওয়া করে ধরে ফেলে। এরপরই ঘটনার খবর পেয়ে ওই এলাকায় পৌঁছায় চাঁচোল থানার পুলিশ। আক্রান্ত ওই গৃহবধূর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। আহত ওই মহিলাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে চাঁচোল সুপার স্পেশালিটি হাসপাতালে। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত ওই মহিলার নাম রুজি খাতুন (২০)। তাঁর বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার বরোই এলাকায়। পরিবারের সম্মতিক্রমে বছর ছয়েক আগে চাঁচোলের সিঙ্গিয়া এলাকার যুবক আব্দুল গনির সঙ্গে বিয়ে হয় রুজি খাতুনের। বিয়ের পর থেকে শুরু হয় নানা অশান্তি। অভিযোগ, বিয়ের পনের জন্য স্ত্রীর ওপর নানাভাবে অত্যাচার শুরু করে স্বামী আব্দুল গনি। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে বাপের বাড়ি চলে আসেন নির্যাতিতা ওই গৃহবধূ। 

publive-image
আহত মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। ছবি: মধুমিতা দে।

আরও পড়ুন- DA চেয়ে সরকারি কর্মীদের তুফানি লড়াই, শিকেয় উঠতে পারে পঞ্চায়েত ভোট

এদিকে নির্যাতিতার মা ছবি খাতুন জানিয়েছেন, সম্পত্তি বিক্রি করে জামাইয়ের দাবি মতো পনের লক্ষ টাকা দেওয়া হয়। কিন্তু তারপরেও আরও টাকার চাপ দিতে থাকেন অভিযুক্ত জামাই আব্দুল গনি। কিন্তু মেয়ের পরিবার জামাইয়ের সেই দাবি পূরণ করতে ব্যর্থ হয়। এরপরেই রুজি খাতুনের কাছ থেকে বিচ্ছেদ চান আব্দুল গনি।

আরও পড়ুন- পার্থ-মামলায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রসঙ্গ কোর্টে টানল ইডি

বিচ্ছেদের পরে রুজি খাতুন বিয়েতে দেওয়া পণের টাকা স্বামীর কাছে ফেরত চাইতে গেলে স্বামী আব্দুল গনি তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। শুধু তাই নয়, এদিন সকালে চাঁচোলের নেতাজি মোড়ে ছুরি দিয়ে স্ত্রীর মুখে আঘাত করে স্বামী আব্দুল গনি বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় নেতাজি মোড় এলাকায়। স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে জখম মহিলাকে চাঁচোল হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

Maldah valentine day 2023 West Bengal
Advertisment