Bangaldesh Crisis: 'দূতাবাসের থেকে সাহায্য চেয়েও মেলেনি', বাংলাদেশে আক্রান্ত বাংলার যুবকের বিস্ফোরক দাবি

Bangaldesh Crisis: এর আগে তিনি একাধিকবার বাংলাদেশে গিয়েছেন। সেদেশের আতিথেয়তা তাকে বারে বারে মুগ্ধ করেছে। তবে এবার যে সেই বাংলাদেশেই এমন হাড়হিম অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে তাকে তা তিনি ঘুণাক্ষরেও ভাবতে পারেন নি।

Bangaldesh Crisis: এর আগে তিনি একাধিকবার বাংলাদেশে গিয়েছেন। সেদেশের আতিথেয়তা তাকে বারে বারে মুগ্ধ করেছে। তবে এবার যে সেই বাংলাদেশেই এমন হাড়হিম অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে তাকে তা তিনি ঘুণাক্ষরেও ভাবতে পারেন নি।

author-image
IE Bangla Web Desk
New Update
Youth who was attacked

Bangaldesh Crisis: 'হাড়হিম অভিজ্ঞতা আর যাব না’, হিন্দু পরিচয় জানার পরই হামলার শিকার বাংলার যুবক। 

Advertisment

এর আগে তিনি একাধিকবার বাংলাদেশে গিয়েছেন। সেদেশের আতিথেয়তা তাকে বারে বারে মুগ্ধ করেছে। তবে এবার যে সেই বাংলাদেশেই এমন হাড়হিম অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে তাকে তা তিনি ঘুণাক্ষরেও ভাবতে পারেন নি। 

বছর ২১-এর সায়ন ঘোষ। বাড়ি বেলঘরিয়ার দেশপ্রিয় নগরে।  সাম্প্রতিক বাংলাদেশে সফরে গিয়ে কোনও মতে প্রাণ হাতে করে ফেরেন দেশে। সেই হাড়হিম অভিজ্ঞতা তিনি শেয়ার করেছেন দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে। তিনি বলেন, “আমি সে দেশের আতিথেয়তার প্রেমে পড়ে গিয়েছিলাম। একজন ভারতীয় হওয়া সত্ত্বেও, আমি বাংলাদেশকে আমার সেকেন্ড হোম ভাবতাম।  কিন্তু এবার যা হল। তা আমার মনে গভীর ক্ষত সৃষ্টি করেছে। আমি ঢাকা শ্যামপুর থানায় অভিযোগ করি, কিন্তু আমার অভিযোগের ভিত্তিতে কোন ব্যবস্থা নেওয়া তো দূরের কথা উলটে আমাকেই দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হয়।”

Advertisment

সেদিন রাত্রে পরিচয় জানার পর কিছু উগ্র মৌলবাদীর দল তার উপর হামলা চালায়, কেড়ে নেওয়া হয় মোবাইল ফোন, টাকা। বন্ধুর সাহায্যে কোনও মতে প্রাণে রক্ষা পান তিনি। সায়ন বলেন, ‘বাংলাদেশ এরকম অস্থিরতা চলতে থাকলে আমি আর ভবিষ্যতে সেদেশে পাও দেব না"। 

সায়নের বাবা সুকান্ত ঘোষ ছেলের নিরাপদে দেশে ফিরে আসায় স্বস্তি প্রকাশ করেছেন। পাশাপাশি গোটা ঘটনায় দূতাবাসের প্রতিক্রিয়ায় তিনি হতাশা প্রকাশ করেছেন। সুকান্ত বাবু বলেন, “আমি খুশি ছেলে প্রাণে বেঁচে নিরাপদে ফিরেছে।  যখন ও আক্রান্ত হন, তখন ও দূতাবাসের কাছে সাহায্য চেয়েছিল।  তাকে সাহায্য করা হয়নি । পরিবর্তে, কেন তিনি সেখানে গিয়েছিলেন তা নিয়ে তারা তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। তার কাছে বৈধ ট্যুরিস্ট ভিসা ছিল। যদি সেদেশে যাওয়া এতটাই অনিরাপদ হয় তাহলে ট্যুরিস্ট ভিসা দেওয়াটাই উচিত নয়"। 

Bangladesh