Advertisment

Sheik Sahajahan: গারদেও 'বাঘ' শেখ শাহজাহানের ফোঁস! হাড়ে হাড়ে বুঝছেন CID গোয়েন্দারা

Sheik Sahajahan To CID: পুলিশের জালে শাহজাহান। রয়েছেন ১০ দিনের হেফাজতে। তবুও স্পর্ধা ষোলোআনা। বোঝাচ্ছেন শেখ শাহজাহান।

author-image
IE Bangla Web Desk
New Update
I will not answer the same question again and again said Sheikh Shahjahan to CID detectives , একই প্রশ্নের উত্তর বার বার দেব না সিআইডি গোয়েন্দাদের বললেন শেখ শাহজাহান

বসিরহাট আদালতে শেখ শাহজাহান। এক্সপ্রেস ফটো- পার্থ পাল

CID Interrogation TO Sheikh Shahjahan: পুলিশ ধরলেও বৃহস্পতিবারই ধৃত সন্দেশখালির 'বাঘ' শেখ শাহজাহান বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি অকুতভয়। বসিরহাট আদালত চত্বরে তাঁর বডি-ল্যাঙ্গুয়েজ অন্তত সেরকমই ছিল। আপাতত ১০ দিনের পুলিশি হেফাজতে শাহজাহান। এরপরই শাসক দল তৃণমূলও তাঁকে বরখাস্ত করেছে ৬ বছরের জন্য। কিন্তু কাদায় পড়লেও বাঘ বাঘ-ই থাকে। কমেনি তাঁর স্পর্ধা। সিআইডি জেরার মুখে সেকথাই রাজ্যের গোয়েন্দাদের যেন বোঝালেন শেখ শাহজাহান!

Advertisment

ভবানী ভবনে রাখা হয়েছে সন্দেশখালির 'বাদশা' শেখ শাহজাহনকে। শুক্রবার সকাল থেকে দফায় দফায় তাঁকে জেরা করছে সিআইডি গোয়েন্দারা। রেশনদুর্নীতিকাণ্ড সন্দেশকালিতে অভিযানের সময় কার নির্দেশে ইডি ও সিআরপিএফের উপর হামলা করা হয়েছিল গত ৫ জানুয়ারি? সূত্রের খবর, সিআইডি অধিকারিকরা এই প্রশ্ন করতেই মুখে পুকুলুপ এঁটেছেন বরখাস্ত এই তৃণমূল নেতা। অর্থাৎ জেরায় অসহযোগিতা শুরু করেছেন শাহজাহান।

আরও পড়ুন- Sandeshkhali: অনেক সর্বনাশের মধ্যেও ঘটনাবহুল সন্দেশখালিতে টোটো-র পৌষমাস! চাওড়া হাসি মালিকদের

সত্য জানতে নাছোড় রাজ্যে গোয়েন্দা সংস্থার আধিকারিকরাও। তাই শাহজাহানের কাছে বারে বারেই তাঁরা প্রশ্ন ছুড়ে দিচ্ছেন। জানতে চাইছেন, কার নির্দেশে সন্দেশখালির সেই হামলা? কেন এমন ঘটনা ঘটেছিল? কিন্তু নীরব সন্দেশখালির 'বেতাজ বাদশা'। তবে, বেশিক্ষণ চুপ না থেকে ফোঁস করেছেন শাহজাহান। সিআইডি সূত্রে খবর, শাহজাহান নাকি বলেছেন, 'ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একই সব প্রশ্নের উত্তর দিয়েছি, তাই বার বার এসব জবাব দেব না।' অর্থাৎ গারদে থাকলেও শেখ শাহজাহানের মানসিকতার বদল ঘটেনি বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন- Modi-Mamata Meeting: বঙ্গ সফরে প্রধানমন্ত্রী, রাতে মমতা-মোদী বৈঠকের জোরালো সম্ভাবনা

সিআইডি সূত্রে খবর, শ্রীঘরে কোনও খাবারই মুখে তুলছেন না শেখ শাহজাহান। বৃহস্পতিবার সারা রাত ঘুমোননি। জেরা করার পর রাতে তাঁকে লকআপে নিয়ে যাওয়া হয়। শুক্রবার ভোরে তাঁর মেডিক্য়াল পীরক্ষা হয়।

রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত সন্দেশখালির শেখ শাহজাহান। গত এক যুগ ধরে সুন্দরবনের ওই দ্বীপে জোর করে ভেড়ি, জমি দখলের অভিযোগ উঠেছে। রয়েছে মহিলাদের শ্লীলতাহানির ভুরি ভুরি অভিযোগ। প্রতিবাদে ঝাঁটা-লাঠি হাতে গর্জে উঠেছেন সন্দেশখালির মা-বোনেরা। অস্বস্তিতে তৃণমূল। ড্যামেজ কন্ট্রোলে বারে বারে সেখানে গিয়েছেন মন্ত্রীরা। আইনি লড়াইতেও বেকায়াদ পুলিশ, নবান্ন। শেষপর্যন্ত অবশ্য চাপ বাড়তে থাকে মমতা প্রশাসনের। অবশেষে গত বৃহস্পতিবার ন্যাজাট থেকে শাহদজাহানকে গ্রেফতার করেছে পুলিশ।

CID Sandeshkhali sheikh shahjahan tmc Sheikh Shahjahan Arrested
Advertisment