IAS Neha Banerjee: কথায় আছে ইচ্ছা থাকলে উপায় হয়। ঠিক তেমনই কঠোর পরিশ্রমে সত্যিকারে IAS হয়ে সকলকে চমকে দিলেন বঙ্গতনয়া নেহা ব্যানার্জী। তবে দক্ষ প্রশাসকের সঙ্গে সঙ্গে তাঁর বহুমুখী প্রতিভা অবাক করেছে সকলকেই। মাইক হাতে অনুষ্ঠানে মঞ্চ কাঁপিয়ে গান গেয়ে মাঝে মধ্যেই চমকে দেন তিনি।
IAS-এর দায়িত্ব সামলে মঞ্চে তাঁর মন মাতানো পারফরম্যান্স টেক্কা দেবে নামী-দামি শিল্পীকেও। তাঁর গাওয়া একাধিক গান একটু সার্চ করলেই ভেসে আসে ইউটিউভব-ফেসবুক পেজে। IAS -এর এমন দরাজ কন্ঠ মুগ্ধ করেছে সকলকেই।
একের পর এক চমক দিয়েছেন বাংলার মেয়ে নেহা। বাংলার মাটিতেই কিছু করে দেখানোর ইচ্ছা ছিল বরাবরই। তাই এখন বাস্তবে পরিণত করেছেন তিনি। এক চান্সেই UPSC-তে সফল হন নেহা। সর্বভারতীয় স্তরের প্রতিযোগিতায় ২০তম স্থান অর্জন করে প্রথমেই সকলকে চমকে দিয়েছেন এই বঙ্গতনয়া। দক্ষ আমলার পাশাপাশি তিনি এক গুণী শিল্পীও। মাইক হাতে দর্শক মনে দোলা দিতে রীতিমত ওস্তাদ এই দুঁদে IAS।
বর্তমানে বাঁকুড়ার খাতড়া মহকুমার শাসকের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। প্রথমে পড়াশোনা শুরু করেন কারমেল গার্লস স্কুলে। তারপর সাউথ পয়েন্ট হাই স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাস করার নিজের চেষ্টাতে IIT খড়্গপুরে ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনার সুযোগ পান। পড়াশুনা শেষে চাকরি সূত্রে তিনি চলে যান নয়ডায়াতে। প্রথম চাকরির চাপ সামলেও তিনি চালিয়ে যান তার প্রস্তুতি। UPSC পরীক্ষা পাস নেহার কাছে ছিল স্বপ্নের মত এবার সেটাই বাস্তবে পরিণত করেছেন তিনি।
প্রশাসনিক কর্মব্যস্ততার মাঝেও রেওয়াজটা কিন্তু তিনি প্রায় রোজই চালিয়ে যান। ছেলেবেলা থেকেই গান খুবই প্রিয় নেহার। প্রশাসনিক কাজ কর্মকে প্রাধান্য দিলেও সুযোগ পেলেও মঞ্চে গান গেয়ে শ্রোতাদের মন জয় করেও নেন তিনি। বিষ্ণুপুর মেলায় নেহার গান গাওয়ার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। তাঁর এই গান গাওয়ার পিছনে মায়ের যে ভূমিকা রয়েছে তা অকপটেই মেনে নিয়েছেন নেহা। মায়ের উৎসাহেই চলে গান শোনা ও গানের চর্চা। পছন্দের শিল্পী শ্রেয়া ঘোষাল। তাঁর গানই বেশি ভালবাসেন নেহা। পাশাপাশি আধুনিক বাংলা গান, রবীন্দ্রসংগীত সব কিছুতেই বেশ পারদর্শী তিনি।