Advertisment

বাংলায় পদক প্রদান প্রথায় বড় বদল, রেড রোডে বিশেষভাবে সম্মানিত আইএএস-রা

কেন এই পরিবর্তন?

author-image
IE Bangla Web Desk
New Update
IAS officers were also awarded along with IPS officers on Independence Day in West Bengal by CM Mamata Banerjee , শ্চিমবঙ্গে স্বাধীনতা দিবসে আইপিএস অফিসারদের সঙ্গেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর থেকে পুরস্কৃত আইএএস অফিসারও

মুখ্যমন্ত্রীর থেকে সম্মানিত স্বরাষ্ট্র সচিব আইএএস অফিসার বিপি গোপালিকা।

স্বাধীনতা দিবসে রাজ্যের পদক প্রদান প্রথায় বদল ঘটল। প্রথা মেনেই প্রতি বছরের মতো এবারেও স্বাধীনতা দিবসে রাজ্যের পুলিশ অফিসারদের পুরস্কৃত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গেই বিশেষ সম্মান প্রদান করা হল এ রাজ্যে কর্মরত ১১ জন আইএএস অফিসারকে। কর্মজীবনে ভাল কাজের জন্য তাঁদের এই সংবর্ধনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় এই প্রথম সিভিল সার্ভিস অফিসাররা স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষভাবে সম্মানিত হলেন।

Advertisment

মুখ্যমন্ত্রীর থেকে বিশেষ সম্মানে পেলেন কোন ১১ জন আইএএস অফিসার?

  • বিপি গোপালিকা
  • বিবেক কুমার
  • মনোজ পন্ত
  • প্রভাত মিশ্র
  • সংঘমিত্রা ঘোষ
  • নারায়ণ স্বরুপ নিগম
  • শান্তনু বসু
  • পিবি সেলিম
  • শরদ কুমার দ্বিবেদী
  • মুক্তা আর্য্য
  • বিধান রায় (ডব্লিউবিসি হলেও প্রমোটি আইএএস এবং বীরভূমের জেলাশাসক)

পুলিশকর্তাদের দেওয়া পদককে মূলত দু'টি বিভাগে ভাগ করা হয়েছে। এ দিন রেড রোডে স্বাধীনতা দিবস উদযাপন অনপষ্ঠানে 'চিফ মিনিস্টার পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস'-এর জন্য সম্মানিত করা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েস্টার্ন জোনের এডিজি ও আইজিপি শ্রী ত্রিপুরারি অথর্ব-কে।

স্বাধীনতা দিবসে 'চিফ মিনিস্টার পুলিশ মেডেল' পাচ্ছেন ৫ জন আইপিএস অফিসার। এঁরা হলেন-

  • ওয়াই রঘুবংশী (আলিপুরদুয়ারের পুলিশ সুপার)
  • স্বাতী ভাঙ্গালিয়া (হাওড়া গ্রামীণের পুলিশ সুপার)
  • অভিজিৎ বন্দ্যোপাধ্যায় (পুরুলিয়ার পুলিশ সুপার)
  • ধৃতিমান সরকার (পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার
  • আমনদীপ (হুগলি গ্রামীণের পুলিশ সুপার আমনদীপ)

আরও পড়ুন- আজ ৭৭তম স্বাধীনতা দিবস, রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee West Bengal IAS IPS Mamata Government independence day 2023
Advertisment