IC of Habibpur police station has been moved: লোকসভা নির্বাচনের আগে আগে সরিয়ে দেওয়া হল মালদার হবিবপুর থানার আইসি দেবব্রত চক্রবর্তীকে। নির্বাচন কমিশনের নির্দেশেই এই পদক্ষেপ করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রের খবর। আপাতত তাঁকে মালদা পুলিশ সুপারের অফিসে বদলি করা হয়েছে। তাঁর বদলে ওই দায়িত্বে কে থাকবেন, তার জন্য নাম চেয়ে পাঠানো হয়েছে সংশ্লিষ্ট দফতরের থেকে।
সূত্রের খবর, সম্প্রতি হবিবপুরের আইসি দেবব্রত চক্রবর্তীর একটি ফোন কল ভাইরাল (Viral) হয়। হবিবপুরের স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধানকে ফোন করে তিনি মহিষ পাচার নিয়ে কথা বলছিলেন। আইসি প্রশ্ন তুলেছিলেন, কেন মহিষ পাচার করলেন পঞ্চায়েতের উপপ্রধান? অভিযোগ উড়িয়ে পঞ্চায়েতের উপপ্রধানও পালটা প্রশ্ন করেছিলেন, পাচারের কোনও প্রমাণ আইসি-র কাছে আছে কি না। এনিয়ে ফোনে বিতর্কের একটি অডিও ভাইরাল হয়। তার ভিত্তিতে মালদা উত্তর মালদা লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী খগেন মুর্মু (Khagen Murmu) নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেন আইসি দেবব্রত চক্রবর্তীর বিরুদ্ধে।
উত্তর মালদা (Uttar Malda) লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর খগেন মুর্মুর অভিযোগ , হবিবপুরের ওই আইসি অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হয়ে কাজ করছেন। উত্তর মালদা লোকসভা কেন্দ্র থেকে প্রাক্তন IPS কর্তা প্রসূন ব্যানার্জি এবারের তৃণমূলের পার্টি পাটে নির্বাচনের লড়াই করছেন। এনিয়ে নিরপেক্ষতার স্বার্থের কথা তুলে হবিবপুরের আইসিকে সরানোর দাবি জানান বিজেপি প্রার্থী খগেন মুর্মু।
আরও পড়ুন- Premium: জল মেপে চাঙ্গা কংগ্রেস, মালদা দক্ষিণ ‘রক্ষা’য় গনির উত্থানের এই কেন্দ্রই নজরে
এদিকে বিজেপির সেই অভিযোগের ভিত্তিতেই রবিবার পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের মাত্র ৪৮ ঘণ্টা আগে হবিবপুর থানার আইসি দেবব্রত চক্রবর্তীকে সরিয়ে দেওয়া হলো। এমনকি ভোটের কোনও কাজের সঙ্গে তিনি যুক্ত থাকতে পারবেন না বলে জানানো হয়েছে। ভোটের কোনও কাজে তিনি যুক্ত থাকতে পারবেন না বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে।