/indian-express-bangla/media/media_files/2025/05/26/vTpLmgJgzoYSTrPsAP6X.jpg)
প্রতীকী ছবি
হঠাৎ করে ইংরেজবাজার থানার আইসি সঞ্জয় ঘোষকে ক্লোজ করা হলো। মঙ্গলবার মালদা রেঞ্জের আইজিপি এবং পুলিশ সুপারের কাছে মেল বার্তা দিয়ে রাজ্য পুলিশের এডিজি'র পক্ষ থেকেই আইসিকে ক্লোজ করার নির্দেশ জানানো হয়। পাশাপাশি সঞ্জয়বাবুকে শীঘ্রই লালবাজারে এসে রিপোর্ট করতে বলা হয়েছে।
এদিকে দুর্গা পুজোর মুখে ইংরেজবাজার থানার আইসি সঞ্জয় ঘোষকে ক্লোজ করার ঘটনাই চরম গুঞ্জন শুরু হয়েছে বিভিন্ন মহলে। পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে, ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি ইংরেজবাজার থানার আইসি হিসেবে দায়িত্ব নিয়ে পেয়েছিলেন সঞ্জয় ঘোষ। চলতি বছর ইংরেজবাজারে একের পর এক খুন, সংঘর্ষ, নানান ধরনের অপরাধমূলক ঘটনায় সংশ্লিষ্ট থানার পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইংরেজবাজারের তৃণমূল নেতা বাবলা সরকার প্রকাশ্যে খুন হন জানুয়ারি মাসে। এরপর ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা রাজ্য তৃণমূলের সহ-সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরিকে ফোন করে লক্ষাধিক টাকা চেয়ে খুনের হুমকি দেওয়া হয়। সেই ঘটনায় দুজন গ্রেপ্তার হয়। পরবর্তীতে জুলাই মাসে লক্ষ্মীপুরে নৃশংসভাবে খুনন এক তৃণমূল নেতা ।
সম্প্রতি তৃণমূল কর্মীর ওপর হামলা হয়। এছাড়াও আরজিকরের চিকিৎসক পড়ুয়া ছাত্রীর গত সপ্তাহের শুক্রবার মালদায় রহস্যজনকভাবে মৃত্যু হয়। সেক্ষেত্রে মৃতের পরিবারের অভিযোগ নিতেও নাকি গরিমসি করা হয়েছিল বলে অভিযোগ। ইংরেজবাজার থানার আইসিকে সরানোর পিছনে এরকম নানা ঘটনার কারণ জড়িত থাকতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us