scorecardresearch

সাংবিধানিক সংকট হলে কী করবেন? হ্যামলেট আওড়ে হুঁশিয়ারি রাজ্যপাল আনন্দ বোসের!

সি ভি আনন্দ বোসের সঙ্গে নবান্নর সম্পর্ক অম্ল-মধুর।

if any constitutional crisis arises in bengal than he will not reluctant said governor cv ananda bose , সাংবিধানিক সংকট হলে কী করবেন? হ্যামলেট আওড়ে হুঁশিয়ারি রাজ্যপাল আনন্দ বোসের!
রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

রাজ্যে সাংবিধানিক সংকট দেখা দিলে তিনি চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবেন না। সোমবার সাফ জানিয়ে দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। নিজের কর্তব্যের কথা বলতে গিয়ে শেক্সপিয়রের ‘হ্যামলেট’ নাটক থেকে উদাহরণ দেন রাজ্যের সাংবিধানিক প্রধান। রাজ্যপাল

কী বলেছেন রাজ্যপাল?

সোমবার জোড়াসাঁকো ঠাকুরবাড়ির এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, ‘রাজ্যে সাংবিধানিক সংকট তৈরি হলে আমি শেক্সপিয়রের হ্যামলেটের মতো চুপ করে বসে থাকব না। টু বি অর নট টু বি, পথের সন্ধান দেবে শিক্ষা।’‌ অর্থাৎ তিনি সাংবিধানিক প্রধান হিসাবে যথোপযুক্ত পদক্ষেপ করবেন সেটাই পরিস্কার করে দিলেন সি ভি আনন্দ বোস।

কড়া মন্তব্য করে কাকে বার্তা দিলেন রাজ্যপাল? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সি ভি আনন্দ বোসের সঙ্গে নবান্নর সম্পর্ক অম্ল-মধুর। শুরুতে ‘মাখমাখ’ হলেও বিশ্ববিদ্যালের উপাচার্য নিয়োগ ইস্যুকে কেন্দ্র করে রাজ্য সরকারের সঙ্গে রাজভবনের মতপার্থক্য প্রকাশ্যে আসে। যা রামনবমীতে রাজ্যপালের রিষড়া যাওয়া, তারও পরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে অন্য মাত্রা পায়।

সেই সময় রাজ্যপালকে ‘মত্ত হস্তি’ বলে কটাক্ষ করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই প্রেক্ষাপটে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের মন্তব্য বেশ তাৎপর্যবাহী।

আরও পড়ুন- মুখে ইঙ্গিতপূর্ণ কবিতা, অভিষেকের তুমুল প্রশংসা! হঠাৎ কী হল পার্থর?

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: If any constitutional crisis arises in bengal than he will not reluctant said governor cv ananda bose