স্বাস্থ্য পরিষেবায় যুগান্তকারী পদক্ষেপ স্বাস্থ্যসাথী কার্ড। কিন্তু, প্রথম থেকেই এই কার্ড নিয়ে পরিষেবা দিতে অস্বীকার করেছে বিভিন্ন নার্সিংহোম ও বেসরকারি হাসপাতাল। কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। কিন্তু, তাতেও অবস্থার খুব একটা বদল ঘটেনি।
Advertisment
দিন কয়েক আগেই নবান্নে স্বাথ্যসাথীর মাধ্যমে পরিষেবা না মেলার অভিযোগ পেয়ে সোচ্চার হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আইন করে সরকার পদক্ষেপ করবে বলে জানিয়েছিলেন। আর মঙ্গলবার আরও দৃঢ় পদক্ষেপের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বললেন, 'এবার স্বাস্থ্যসাথী ফেরালেই এফআইআর দায়ের হবে থানায়।'
মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে জনপ্রতিনিধিরা কয়েকটি নার্সিংহোমের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কাছে স্বাস্থ্যসাথী কার্ড না নেওয়া নিয়ে অভিযোগ করেন। জনপ্রতিনিধিরা জানান, স্বাস্থ্যসাথী কার্ড দেখালেও বহু বেসরকারি হাসপাতাল নিচ্ছে না। সমস্যায় পড়ছেন রোগী ও তাঁর পরিবার। সময়মত অস্ত্রোপচার হচ্ছে না। ফলে রোগীর মৃত্যুর সম্ভাবনা বাড়ছে।
যা শুনেই মুখ্যমন্ত্রী বলেন, 'এসব ক্ষেত্রে তো থানায় এফআইআর দায়ের করতে হবে। কেন চিকিৎসা হল না? তা থানাকেও গিয়ে ক্রসচেক করতে হবে, কার্ডের উপর হেল্পলাইন নম্বর রয়েছে। তাতেও ফোন করে অভিযোগ জানাতে হবে। এর পর সংশ্লিষ্ট থানার পুলিশ অফিসার বিষয়টি স্বাস্থ্য দফতরকে জানাবেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পদক্ষেপ করবে স্বাস্থ্য দফতর।'
এই কার্ড রিনিউয়াল করাতে হয় না। কেউ তা বলে থাকলে 'মিথ্যে' বলেছে বলে সাফ ঘোষণা করেছেন মমতা। তাঁর কথায়, 'এরকম বললে থানায় অবশ্যই জানাবেন। হাসপাতালের লাইসেন্স কেটে দেব।'