রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ। ভয় ধরাচ্ছে ওমিক্রন। উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে কী স্কুল, কলেজ সহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলি খোলা থাকবে? চালু থাকবে ট্রেন? বুধবার সাগরে প্রশাসনিক বৈঠক থেকে এপ্রসঙ্গে বড় ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কোভিড লকডাউনের পর গত ১৬ নভেম্বর থেকে রাজ্যের স্কুল, কলেজ খুলেছে। আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুলে পঠনপাঠন হচ্ছে। কিন্তু, করোনার নয়া প্রজাতির হানায় চিন্তা বাড়ছে। বাড়ছে সংক্রমণের সংখ্যাও। এই পরিস্থিতিতে সচিবদের আগামী কয়েকদিন অবস্থার উপর নজর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এ দিন প্রশাসনিক বৈঠকে স্কুল, কলেজ চালু রাখা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'কোভিডের তৃতীয় ঢেউ ফের শুরু হয়েছে। ওমিক্রন বাড়ছে। এই অবস্থায় স্কুল ,কলেজ খোলা থাকবে কিনা তা দেখতে হবে। মাধ্যমিকও রয়েছে। পরিস্থিতির উপর নাজর রাখতে হবে। সংক্রমণের সংখ্যা বাড়লে প্রয়োজনে আবার স্কুল, কলেজ বন্ধ করে দিতে হবে।' তাঁর সাফ কথা, 'বাচ্চাদের স্বাস্থের কথা আগে ভাবতে হবে। দেখতে হবে যাতে ওরা অসুস্থ না হয়ে পড়ে। পরিস্থিতির পর্যালোচনা করতে হবে।'
তবে, এখনই উদ্বিগ্ন হওয়ার বা ভীতির মতো অবস্থা হয়নি বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী।
স্বাস্থ্য দফতরের সচিব নারায়ণ স্বরূপ নিগম প্রশাসনিক বৈঠকে জানান, কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে সংক্রমণের হার গত কয়েকদিনে বেড়েছে। এই পরিস্থিতে কলকাতা কনটেনমেন্ট জোন করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তবে বছরের শেষ ও নতুন বছরের শুরুতে রাজ্যবাসীর বিভিন্ন পরিকল্পনা থাকে। সেই কারণে ৩ জানুয়ারি থেকে কনটেনমেন্ট জোন করার কথা বলেছেন মমতা। প্রয়োজনে জানুয়ারি থেকেই ফের সরকারি, বেসরকারি দফতরে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ চালুর কথাও জানিয়েছেন মমতা।
আরও পড়ুন- রাজ্যে নতুন করে ৫ ওমিক্রন আক্রান্তের হদিশ! দৈনিক সংক্রমণ বৃদ্ধির আবহে বাড়ল উদ্বেগ
কলকাতায় বাড়ছে সংক্রমণ। বাইরে থেকে প্রচুর মানুষ বিভিন্ন কারণে শহরে আসেন। তাহলে কী ফের ট্রেন চলাচল বন্ধ করা হবে? প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর নির্দেশ, 'এখনই সব বন্ধ করতে যেও না। গঙ্গাসাগর চলছে। লোকাল ট্রেনের উপরও প্রভাব পড়বে। কিন্তু কিছু কমিয়ে দিতে হবে। জনগণের যাতে অসুবিধা না হয় সেদিকে নজর রাখতে হবে।'
গত কয়েকদিন ধরেই করোনা ও ওমিক্রন সংক্রমণ নিয়ে বারংবার সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। বিধি মেনে চলার আর্জি জানিয়েছেন তিনি। প্রয়োজনে কড়া বিধিনিষেধ কার্যকরের ইঙ্গিতও দিয়েছেন মমতা। গত সোমবার নবান্নে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে, 'কোভিডকে মাথায় রেখো। বাইরে থেকে সব নিয়ে চলে আসছে। সেটা মনে হয় একটু রেস্ট্রিকশন… আবার মনে হয়, ওদিকে যেতে হতে পারে আমাদের, একটু বিধিনিষেধের দিকে যেতে হতে পারে।'