/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/cyclone.jpg)
Cyclone Remal Update: প্রবল শক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় রেমাল।
Cyclone: মে মাস পড়তে না পড়তেই ফের একবার ঘূর্ণিঝড়ের শঙ্কা তৈরি হতে শুরু করেছে। আবারও বঙ্গোপসাগরে দানা বাঁধছে ঘূর্ণিঝড়? এই ঝড় দানা বাঁধলে ফের কি আছড়ে পড়তে পারে বাংলাতেই? দিন কয়েক ধরেই এসব নিয়ে জল্পনা বাড়ছে। এতদিনে সেই জল্পনার জবাব মিলল।
মৌসম ভবন সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগর ও আরব সাগরে দু-দুটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা প্রবল। আগামী ২২ ও ২৩ মে পরপর দুটি নিম্নচাপ তৈরির আশঙ্কা প্রবল। সেই নিম্নচাপ জলপথেই ধীরে ধীরে শক্তি সঞ্চয় করতে পারে। আগামী ২৪ মে-র পর জোড়া নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কাও প্রবল। সেই গভীর নিম্নচাপই পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে এব্যাপারে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানায়নি মৌসম ভবন।
আরও পড়ুন- Kolkata Weather Today: আজ তাপপ্রবাহে পুড়বে একাধিক জেলা! কোন কোন জেলায় বেলা গড়ালেই ঝেঁপে বৃষ্টি?
ঘূর্ণিঝড় তৈরি হলে কি তার আঁচ লাগতে বাংলায়? মৌসম ভবন জানয়েছে, গভীর নিন্মচাপটি শেষমেশ তৈরি হলে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে সেটা সরে গিয়ে উত্তর-উত্তর-পূর্ব অভিমুখে এগোতে পারে। সেটা হলে এর অভিমুখ হতে পারে মায়ানমার কিংবা বাংলাদেশ উপকূলের দিকে। সুতরাং এই পর্বে ঘূর্ণিঝড় তৈরি হলেও তার জেরে বড়সড় বিপদের আশঙ্কা অন্তত বাংলার জন্য নেই।