এবার 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে নিয়ে বিস্ফোরক প্রতিক্রিয়া তাঁর দাদা অজয়কৃষ্ণ ভদ্রের। একটি সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে সুজয়কৃষ্ণ ভদ্র সম্পর্কে বহু অজানা তথ্য সামনে এনে দিয়েছেন এই ব্যক্তি। 'টালির ঘরে মুদির দোকান চালাত, অন্যায় করলে শাস্তি পাবে', একটি সংবাদমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় স্পষ্ট জানিয়েছেন নিয়োগ দুর্নীতিতে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্রের দাদা অজয়কৃষ্ণ ভদ্র।
নিয়োগ দুর্নীতিতে 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের নাম প্রথম প্রকাশ্যে এনেছিলেন তাপস মণ্ডল। নিয়োগ দুর্নীতিতে ধৃত তাপসের মুখে এই নামটি শোনরা পর ইডি ও সিবিআই এই ব্যক্তি সম্পর্কে খোঁজ-খবর নেওয়া শুরু করে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থায় সুজয়কৃষ্ণ ভদ্র চাকরি করতেন বলে দাবি। রাজ্যে নিয়োগ দুর্নীতিতে বড়সড় ভূমিকা রয়েছে ধৃত সুজয়কৃষ্ণের, এমনই সন্দেহ কেন্দ্রীয় সংস্থাগুলির।
আরও পড়ুন- মাস পয়লায় দারুণ খবর! একধাক্কায় বেশ খানিকটা কমল রান্নার গ্যাসের দাম
ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষে গত মঙ্গলবার রাতে সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করেছে ইডি। নিয়োগ দুর্নীতিতে সুজয়কৃষ্ণ ভদ্রের গ্রেফতারি অত্যন্ত গুরুত্বরূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এদিকে, ভাই সুজয়কৃষ্ণ ভদ্রের গ্রেফতারিতে বেসরকারি সংবাদমাধ্যম এবিপি আনন্দে মুখ খুলেছেন তাঁর দাদা অজয়কৃষ্ণ ভদ্র।
তিনি বলেন, ''আগে ও আরএসএস করত। পর তৃণমূলে যোগ দেয়। টালির ঘরে মুদি দোকান চালাত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে চাকরি করত বলে শুনেছি। দু'একবার অভিষেক ওর বাড়িতেও এসেছিল। তখন দেখেছি। তবে ও অন্যায় করলে শাস্তি পাবে।''