Advertisment

Hilsa Fish: এখবরে ইলিশপ্রেমী বাঙালি আহ্লাদে আটখানা হবেই! আর ক'দিনেই দাম কত কমতে পারে জানেন?

Hilsa-Ilish: কথায় বলে ভাতে-মাছে বাঙালি! বাঙালির ইলিশপ্রেম সর্বজনবিদিত। বর্ষায় ইলিশ পাতে পড়লে মনটা খুশিতে ভরে ওঠে। তবে এবছর এখনও পর্যন্ত ইলিশ মাছের যা দাম তাতে সাধারণ মানুষ কিনতে গেলে পাঁচ বার ভাবছেন। একটু বড় ওজনের অর্থাৎ ১ কিলো বা তার আশেপাশের ওজনের মাছ কেজি প্রতি ১২০০-১৪০০ টাকায় বিক্রি হচ্ছে। ৫০০-৭০০ গ্রাম ওজনের মাছ বিক্রি হচ্ছে ৬০০-৭০০ টাকা কেজি দরে। তবে এবার ইলিশ মাছের দাম নিয়ে বিরাট আশার খবর শোনালেন খোদ মৎস্যজীবী সংগঠনের সম্পাদক।

author-image
IE Bangla Web Desk
New Update
If the weather is like this, a large quantity of hilsa will be catch and the price may decrease, ইলিশ, ইলিশ মাছের দাম

Hilsa Fish: ইলিশ মাছ।

Ilish: প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রায় ৯ দিন ধরে সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। আর সেই কারণেই দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ, সাগর, পাথরপ্রতিমা ও নামখানার কয়েক হাজার ট্রলার বিভিন্ন ঘাটে দাঁড়িয়েছিল। এখন ইলিশের (Ilish) ভরা মরশুম। সমুদ্রে যেতে না পারার আক্ষেপ যেন কাটছিল না মৎস্যজীবীদের। তবে এবার ফের একবার জোরকদমে শুরু হয়েছে সমুদ্রে পাড়ির তোড়জোড়।

Advertisment

সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য আবারও শুরু হয়ে গিয়েছে ব্যস্ততা। নতুন করে তেল, বরফ ও প্রয়োজনীয় সামগ্রী ট্রলারে তুলতে শুরু করেছেন মৎস্যজীবীরা। সমুদ্রের গতিপ্রকৃতি বুঝে তবেই মৎস্যজীবীরা মাছ ধরার জন্য আবারও পাড়ি দিচ্ছেন।

এদিকে, ইলিশের মরশুমে দীর্ঘদিন ধরে সমুদ্রে মাছ ধরতে যেতে না পারায় ক্ষতির মুখে পড়েছেন মৎস্যজীবীরা। তবে আবহাওয়া এই মুহূর্তে ভালো রয়েছে। ভালো ও বড় ওজনের ইলিশ মাছ মেলার সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানান মৎস্যজীবী সংগঠনের সম্পাদক বিজন মাইতি।

আরও পড়ুন- Ilish: বাড়ছে জোগান, এবছর কোথায় নামতে পারে ইলিশের দাম? শুনেই লাফাবে ভোজনরসিক বাঙালি!

আরও পড়ুন- Hilsa Fish: থলে-ভর্তি করে নকল ইলিশ কিনছেন না তো? আসল চিনবেন কীভাবে?

তিনি বলেন, "৮-৯ দিন ধরে সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা ছিল। সমুদ্রে খুব ঢেউ থাকার কারণে মৎস্যজীবীদের যেতে বারণ করা হয়েছিল। তবে এবার ট্রলার বেরনো শুরু হয়েছে। এখন ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে। বাতাসও বইছে এক নাগাড়ে। এটা ইলিশ মাছ ধরার সুসময়। এসময়ে মোহনা থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ উঠে আসে। এবার ভালো ইলিশ মাছ হবে বলে আশা করছি। ২-৩ ট্রিপে মাছ উঠলে আগে যা ক্ষতি হয়েছে তা মিটবে। বেশি পরিমাণে ইলিশ উঠলে বাজারে যে চড়া দাম এখন তাও কমবে। বেশি মাছ এলে সাধারণ মানুষের নাগালেই ইলিশের দাম থাকবে।"

আরও পড়ুন- Kolkata Metro: মেট্রোযাত্রীরা এখবর আগেভাগে জেনে নিন! নয়তো ১ অগাস্ট থেকেই ঘোর সমস্যায় পড়তে পারেন!

West Bengal Hilsa fishing ilish
Advertisment