সামাজিক দূরত্ববিধি ঠিকমত মানা হচ্ছে কিনা এবার তা জানাবে আইআইটি খড়গপুরের তৈরি যন্ত্র। বিধি অনুসারে দূরত্ব না মানা হলেই সেন্সর যুক্ত বিশেষ ক্যামারা তা জানিয়ে দেবে অডিও ভয়েসের মাধ্যমে। করোনাকে প্রতিহত করতে অন্যতম হাতিয়ার সামাজিক দূরত্ববিধি। কিন্তু, আনলক ওয়ানের শুরু থেকেই সেদিকে ঘাটতি নজরে এসেছে। এবার তাই সাইবার ফিজিক্যাল সিস্টেমের মাধ্যমেই চলবে নজরদারি।
আইআইটির 'দ্য সেন্টার অফ এক্সেলেন্স ফর রোবটিক রিসার্চ' এর অন্তর্গত অটোনমাস গ্রাউন্ড ভেহিক্যাল গ্রুপ বা এজিভি-র সৌজন্যে মাইনিং ইঞ্জিয়ারিং বিভাগের অধ্যাপক দেবাশিস চক্রবর্তী ও আধ্যাপক আদিত্য বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি দল স্বল্প মূল্যের সাইবার ফিজিক্যাল সিস্টেম তৈরি করেছেন। লকডাউনের শুরু থেকেই বিশেষজ্ঞ দলটি এই বিষয়ের উপর কাজ শুরু করে। শনিবার এক বিবৃতির মাধ্যমে প্রতিষ্ঠানের তরফে এই ঘোষণা করা হয়।
আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সকে কাজে লাগিয়েই নজর রাখা যাবে সামাজিক দূরত্বের উপর। বিধি লঙ্ঘিত হলেই সেন্সর যুক্ত বিশেষ ক্যামারা তা জানিয়ে দেবে অডিও ভয়েসের মাধ্যমে। এক্ষেত্রের কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রক নির্ধারিত বিধিকেই মানদণ্ড বলে বিবেচনা করা হয়েছে। জানা গিয়েছে, যন্ত্রটি দেখতে অনেকটা সিসিটিভি ক্যামেরার মতো। তাতে ক্যামেরার প্রসেসর রয়েছে।
বিশেষজ্ঞ গলের এক সদস্য বলেন, 'স্বল্প খরচে আমরাও যে এই ধরনের যন্ত্র তৈরি করতে পারি সেটা প্রমাণ করাই প্রাথমিক লক্ষ্য ছিল। বেশ কয়েকটি নকশা আমরা তৈরি করেছি। সহজলভ্য হার্ডওয়্যার ব্যবহার করা হয়েছে। কেবল শপিং মল, বাজারের মতো বড় পরিসরেই নয়, লোকালয়ের ভিতরে গিয়েও এই যন্ত্র কাজ করতে সক্ষম। নজরদারি যন্ত্রটি যাতে কম দামে সহজেই কাজে লাগানো যায় এখন সেদিকেই নজর দেওয়া হচ্ছে।' সামাজিক দূরত্বিধি লাগু হচ্ছে কিনা তা নজরদারিতে যন্ত্রটি কাজে লাগবে বলে মনে করেছেন গবেষকরা।
আইআইটি খড়গপুরের ডিরেক্টর অধ্যাপক ভি কে তিওয়ারি বলেন, 'কোভিড-১৯ স্বাস্থ্যসেবা সংক্রান্ত জাতীয় মিশন প্রকল্পগুলিতে কাজের সঙ্গেই আমরা দেশবাসীর আশু প্রয়োজনগুলো পূরণ করার জন্য একযোগে সহজলভ্য উদ্ভাবনের উপর বিশেষভাবে কাজ করে চলেছি।'
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন