/indian-express-bangla/media/media_files/2025/05/01/MJThG9hqzDXxuvBbE7Yh.jpg)
Rainfall Forecast: আজও একাধিক জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস।
Kolkata Today Weather Update: অবশেষে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পুরোদমে ঢুকে পড়েছে বর্ষা। বর্ষার বৃষ্টিতে দিন কয়েক স্বস্তি ফিরলেও সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি। ভ্যাপসা গরম ফের অস্বস্তি বাড়িয়েছে। তবে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় মেঘলা আকাশ। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে সপ্তাহের প্রথম দিনেও গরমের অস্বস্তি বজায় থাকবে জেলায় জেলায়। তবে আজ দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টি ও সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। তারই জেরে মিলতে পারে ক্ষণিকের স্বস্তি। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উপকূলের দুই জেলা উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি নদিয়া জেলাতে আজ বৃষ্টির পাশাপাশি ঝোড় হাওয়া বওয়ার পূর্বাভাস হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, সোমবারের পর মঙ্গলবারেও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টি চলবে। আগামীকাল দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়ার মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরের দু'দিন অর্থাৎ আগামী বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে।
কলকাতার ওয়েদার আপডেট
সোমবার সকাল থেকে কলকাতা জুড়ে আংশিক মেঘলা আকাশ। আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিলোত্তমা মহানগরীতে।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে থেকে জানা গিয়েছে, সপ্তাহের প্রথম দিনে উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং জেলার। সেই সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস।