Kolkata Weather Today 9 July: রাতভর বৃষ্টির, জমা জলে বিরাট দুর্ভোগে কলকাতার একটা বড় অংশ। আজও দিনভর তুমুল বৃষ্টির ভয়ঙ্কর সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজও দিনভর তিলোত্তমা মহানগরীতে বৃষ্টির দাপট দেখা যাবে। কখনও হালকা কখনও আবার মাঝারি বৃষ্টি চলবে কলকাতা শহরে। বৃষ্টির জেরে তাপমাত্রাও খানিকটা কমেছে।
মঙ্গলবার দিনভর ভারী বৃষ্টিপাতের ফলে কলকাতা এবং শহরতলিতে জমা জলে দেখা দিয়েছে চূড়ান্ত দুর্ভোগ। কলকাতার শ্যামবাজার, উল্টাডাঙ্গা, ঢাকুরিয়া, বালিগঞ্জ, বেহালা, ইএম বাইপাস, সল্টলেক সেক্টর ৫ এবং হাওড়ার কিছু অংশের পরিস্থিতি বেশ খারাপ। হাঁটু সমান জমা জলে প্রবল সমস্যার মুখে নিত্যযাত্রীরা ও শহরের বাসিন্দারা। জল নিষ্কাশনে আসরে নেমেছে পুরসভার কর্মীরা।
আবহাওয়া দফতরের এক বুলেটিনে বলা হয়েছে "৭-৮ জুলাইয়ের পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩৫-৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। ৫৫ কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সমুদ্র উত্তাল থেকে অত্যন্ত উত্তাল থাকবে। কলকাতা সংলগ্ন হাওড়াতেও বুধবারের জন্য পৃথক হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে সর্বত্র ঝেঁপে বৃষ্টি চলছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। সমুদ্র উত্তাল থাকার জেরে মৎস্যজীবীদেরও গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরের মতো জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য প্রায় সব জেলায় আগামী কয়েক দিন ঝমঝমিয়ে বৃষ্টি চলবে দফায় দফায়। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় বৃষ্টির পরিমাণ কমতে পারে।
কলকাতায় ব্যাপক বৃষ্টিপাতের ফলে শহরের বেশ কয়েকটি এলাকায় জলযন্ত্রণা তীব্র হয়েছে। এর ফলে ব্যাহত হয়েছে স্বাভাবিক জীবনযাত্রা। ভারতীয় আবহাওয়া দপ্তরের (আইএমডি) পূর্বাভাস অনুসারে, শহরে আজও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৯ এবং ১০ জুলাইয়ের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বজ্রপাতের সাথে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা সংলগ্ন হাওড়ায় বুধবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে, পূর্বাভাসে তুমুল বৃষ্টিপাত এবং বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
কলকাতা আবহাওয়ার পূর্বাভাস
- ৯ জুলাই: আকাশ মেঘলা থাকবে এবং একাধিক দফায় তুমুল বৃষ্টি, সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা থাকবে। বজ্রপাত এবং ঝড়ো হাওয়ার (৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা) জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
- ১০ জুলাই: আকাশ প্রধানত মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা । হলুদ সতর্কতা জারি থাকবে।
- ১১ জুলাই: আকাশ সাধারণত মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা। কোনও সতর্কতা জারি করা হয়নি।
- ১২ জুলাই: আকাশ সাধারণত মেঘলা থাকবে এবং এক বা দুই দফা বৃষ্টিপাতের সম্ভাবনা।
- ১৩ জুলাই: আকাশ মেঘলা থাকতে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
- ১৪ জুলাই: আকাশ মেঘলা থাকবে, বৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনা।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামীকাল ও পরশু উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে।