/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/Rain_f2a209.jpg)
Kolkata Weather Today: আজ কলকাতার আবহাওয়া কেমন থাকবে?
IMD Weather Update Today February 20: পূর্বাভাস মতোই আবহাওয়ায় দুরন্ত বদল। শীত উধাও হয়ে ভ্যাপসা আবহাওয়া শহর কলকাতা-সহ জেলাগুলিতে। বসন্ত না আসতেই দক্ষিণবঙ্গের সব জেলাতেই অস্বস্তিকর আবহাওয়া। এরই মধ্যে বৃষ্টির (Rainfall) সম্ভাবনা তৈরি হয়েছে একাধিক জেলায়। ঝেঁপে বৃষ্টিতে ধুয়ে যাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এনিয়েই রয়েছে আবহাওয়ার সর্বশেষ টাটকা আপডেট।
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের (Winter) বিদায় আসন্ন। শীতের পালা চুকিয়ে এবার গরমের দিন শুরু বঙ্গে। শীত যেতে না যেতেই আবহাওয়ায় বড় বদল। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হু হু করে ঢুকছে জলীয় বাষ্প, তারই জেরে ধেয়ে আসছে বৃষ্টি। মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আংশিক মেঘলা আকাশ। মেঘলা আকাশে ভ্যাপসা গরম প্রায় সর্বত্র। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে দক্ষিণবঙ্গে এই পরিস্থিতি চলবে আরও দিন তিনেক। তবে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রাজ্যের উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়। আগামিকাল অর্থাৎ ২১ ফেব্রুয়ারি বৃষ্টি হতে পারে দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এ নদিয়া জেলায়। সেই সঙ্গে দুই ২৪ পরগনাতেও বৃষ্টি (Rain) হতে পারে। আগামিকাল বেশ কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়ার দাপটও থাকতে পারে।
আগামী ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরই পাশাপাশি উত্তরবঙ্গের (North Bengal) দুই পার্বত্য জেলা দার্জিলিং (Darjeeling) ও কালিম্পঙে (Kalimpong) হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাকি জেলায় আপাতত বৃষ্টির সম্ভাবনা বেশ কম।